রেজাল্টশিক্ষা খবর

এইচএসসির ফলাফল 2023 পুনঃনিরীক্ষণের আবেদন

এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন 2023। আজ ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারছেন। রবিবার (২০ ফেব্রুয়ারি) এ আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। গত রবিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

HSC পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের (যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন- পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC Dha স্পেস Roll Number স্পেস 136, 137 লিখতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের ম্যাসেজ (Message) অপশনে গিয়ে RSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, বিষয় কোড, লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।

উদাহরণ : ঢাকা বোর্ডের কোরনা পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে ম্যাসেজ (message) অপশনে RSC Dha 123456 136 লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে।ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি PIN নম্বর দেওয়া হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC Yes PIN Contact Number (যেকোনো মোবাইল অপারেটর) লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে। ম্যানুয়ালি পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

এইচএসসির ফলাফল 2023 পুনঃনিরীক্ষণের আবেদন

এইচএসসির ফলাফল 2023 পুনঃনিরীক্ষণের আবেদন

The application for the re-examination of HSC results is over. Today, you can apply for a re-examination of his and equivalent examination results of 2021. The application deadline ends on Sunday (February 20). On Sunday (February 13), the Dhaka Education Board said in a notification that from February 14, the application for the re-examination of the results can be made through SMS.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply