রেজাল্ট

ঢাবি অধিভুক্ত সাত কলেজের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ 2022 DU Seven College Migration Merit list

ঢাবি অধিভুক্ত সাত কলেজের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ2022 DU Seven College Migration Merit list ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সাত কলেজের বিশেষ মাইগ্রেশনের ফল এবং সর্বশেষ মনোনয়ন প্রকাশ করা হয়েছে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশন এবং বিভাগ মনোনয়নপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা আগামীকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৩টা থেকে ভর্তি ফি বাটনে ক্লিক করে অনলাইনে মাইগ্রেশন অথবা ভর্তি ফি প্রদানসনহ বেতনাদি ও অন্যান্যি ফি প্রদান করতে পারবেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ সালের স্নাতক প্রথম বর্ষের বিশেষ ও সর্বশেষ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। যদিও এই তালিকা গতকাল মঙ্গলবার প্রকাশ করার কথা ছিল।

 

বুধবার (২৩ মার্চ) সাত কলেজের ভর্তি সংক্রান্ত https://collegeadmission.eis.du.ac.bd/bn/ ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।এর আগে গত ১৬ জানুয়ারি সরকারি সাতটি কলেজের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। এরপর ধাপে ধাপে আরও তিনটি মেধাতালিকা প্রকাশ করা হয়। এরপরেও আসন খালি থাকায় বিশেষ মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয় ভর্তি কমিটি।

 

অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০২০-২১ সালে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের অধীনের অধীনে এ বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৬ হাজার ১৬০টি আসনের কথা বলা হলেও মূলত ২৩ হাজার ২৬২ আসনেই ভর্তি পরীক্ষা নেয়া হয়।গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১১ নভেম্বর বিজ্ঞান-বাণিজ্য ও ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশিত হয়।

 

Publication of results of the migration of seven colleges affiliated to Dhobi. According to the notification, the results of the special migration of seven government colleges and the latest nominations have been published. According to the order of preference, the students nominated for migration and category nominations will be able to pay online migration or admission fee payment salary and other fees by clicking on the admission fee button from 3 pm tomorrow (March 24).

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply