উপবৃত্তি নিউজ

স্নাতক ডিগ্রী (পাস) উপবৃত্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন / জিজ্ঞাসা ও সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান / কলেজের স্নাতক ডিগ্রী (পাস) উপবৃত্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন / জিজ্ঞাসা ও সমাধান নিয়ে আজকে আলোচনা করা হবে। Degree Pass Scholarship / stipend Circular Question and Solution answer 2020

প্রশ্নঃ উপবৃত্তির জন্য কারা আবেদন করতে পারবে?
উত্তরঃ শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ ২০১৮-১৯),(২য় বর্ষ ২০১৭-১৮) এবং (৩য় বর্ষ ২০১৬-১৭) শিক্ষাবর্ষ ছাত্রছাত্রীরা।

প্রশ্নঃ অর্নাসের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে?
উত্তরঃ না, পারবেন না! উপবৃত্তি শুধু ডিগ্রি অধ্যয়নরত শিক্ষার্থীদের দেওয়া হয়। অর্নাস শেষ করার পর আপনাদের সিজিপিএ রেজাল্টের উপর ভিত্তি করে এককালীন মেধাবৃত্তি দেওয়া হবে।

প্রশ্নঃ ডিগ্রি প্রাইভেট কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থী আবেদন করতে পারবে?
উত্তরঃ আবেদন করা যাবে।

স্নাতক ডিগ্রী (পাস) উপবৃত্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন / জিজ্ঞেসা ও সমাধান

প্রশ্নঃ ডিগ্রি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে?
উত্তরঃ না! পারবেন না.আপনারা আগামী (২০২১) বছর আবেদন করতে পারবেন।

প্রশ্নঃ  যদি ১,২,৩ বা ৪ সাবজেক্ট F থাকলে কি আবেদন করা যাবে?
উত্তরঃ আবেদন করতে পারবেন।

প্রশ্নঃ রেজাল্টে Not promoted আসছে উপবৃত্তি পাবো?
উত্তরঃ ১ম, ২য়, ৩য় বর্ষের যেকোনো বর্ষে পুনঃভর্তি হলে উক্ত শিক্ষার্থী অনিয়মিত হিসাবে বিবেচিত হবে এবং উপবৃত্তিপ্রাপ্তির ক্ষেত্রে বিবেচিত হবে না। সুতরাং,Not promoted প্রাপ্ত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে নাহ।

প্রশ্নঃ অনলাইন আবেদন করতে গিয়ে “Error! Your Institution is not Register for PMEAT scholarship program!” লিখা আসছে! নিবন্ধন হচ্ছে নাহ, সেক্ষেত্রে কি করণীয়?
উত্তরঃ এটা সার্ভার সমস্যা বা কলেজ এখনো ডাটা এন্ট্রি করেনি! তাই কয়েকদিন পর আবেদন করার চেষ্টা করুন. যথেষ্ট সময় আছে.আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২০।

প্রশ্নঃ উপবৃত্তি জন্য কি ব্যাংক একাউন্ট নাম্বার লাগবে? যেকোনো ব্যাংক একাউন্ট নাম্বার দিলে হবে?
উত্তরঃ অনলাইনে আবেদন করতে অবশ্যই ব্যাংক একাউন্ট নাম্বার দিতে হবে! যেকোনো ব্যাংকের একাউন্ট হলে হবে! শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট নাহ থাকলে ব্যাংক একাউন্ট খুলে নিন,যথেষ্ট সময় আছে।

প্রশ্নঃ ২০১৬-১৭,২০১৭-১৮ সেশন, আগে আবেদন করে উপবৃত্তির অর্থ পেয়েছি! আমাদের কি আবার আবেদন করতে হবে?
উত্তরঃ ইতিপূর্বে ডিগ্রি (পাস) পর্যায়ে উপবৃত্তির অর্থ পেয়েছে তাদেরকেও পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।

প্রশ্নঃ আবেদনের সময় জমির পরিমাণ ও বার্ষিক আয় কি দিবো?
উত্তরঃ উপবৃত্তি প্রাপ্তির জন্য অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ শতাংশ, পৌরসভা এলাকায় ০.২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম থাকতে হবে এবং অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।

প্রশ্নঃ নিবন্ধন করতে পাসওয়ার্ড কি দিবো?
উত্তরঃ নিবন্ধন করার সময় আপনার ইচ্ছামতো যেকোনো 6 digit এর পাসওয়ার্ড দিয়ে সেট করবেন এবং মনে রাখবেন! পরবর্তীতে এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে বাকি কাজগুলো সম্পন্ন করতে হবে।

প্রশ্নঃ অনলাইনে আবেদন করতে কি কলেজে যেতে হবে বা কলেজ থেকে করতে হবে?
উত্তরঃ না, আপনি নিজে বা যেকোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন। কলেজ নোটিশ দিলে প্রিন্ট কপি জমা দিবেন।

প্রশ্নঃ অনলাইনে আবেদন করার পর কি কলেজে জমা দিতে হবে?
উত্তরঃ অনলাইনে নিবন্ধন ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রিন্ট কপি,আর কলেজ কর্তৃক নির্দেশিত কাগজপত্র (যেমনঃ পাসপোর্ট সাইজের ছবি,রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি) জমা দিতে হবে। কলেজ নোটিশে বিস্তারিত জানতে পারবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

4 thoughts on “স্নাতক ডিগ্রী (পাস) উপবৃত্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন / জিজ্ঞাসা ও সমাধান

  • Md Sifat Mridha

    আবেদন করার আগে নিবন্ধন এর সকল তথ্য দেওয়ার পর একটা লিকা আসে,your annual income more then 100000.কিন্তু আমি তো এই তথ্য দেইনাই।তহলে কেনো আসে

    Reply
  • Md Ahsan

    আমি ২০১৫-১৬ এর ডিগ্রি ছাত্, ২০১৮সালে আমি ডিগ্রি ফাইনাল পাশকরছি।কিন্তু আমার ১ম বর্ষের ১টা ইম্প্রুভ ছিল ঐইটা ২০১৯ এ পরীক্ষাদিয়ে পাশ করছ। কিন্তু আমার সিজিপিএ এখনো পরিবর্তন হয়নি, ঐটা কি সময় লাগবে নাকি, আমার সাটিফিকেট ও আসে নাই।
    এক্টু দয়া করে আমাকে জানাবেন আমার সিজিপিএ কত সাল লিখলে Show করবে।

    Reply
    • admin

      সিজিপিএ অটোমেটিক এড হবে চিন্তার কিছু নেই।

      Reply
  • Mominul islam

    Upobittir from puron korle sim a ki kono sms asbe?

    Reply

Leave a Reply