উপবৃত্তি নিউজশিক্ষা নিউজ

উপবৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্ট খোলার সুযোগ ৭ নভেম্বর পর্যন্ত

এসইডিপি এর আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ৩ লাখ ২৬ হাজার শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিকাশ অ্যাকাউন্টে পাঠানো হবে। এসব শিক্ষার্থীর নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। তবে, ৪৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বিকাশ অ্যাকাউন্টে খোলেনি। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠান আংশিক অ্যাকাউন্ট খোলায় শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ সম্ভব হয়নি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি স্কুল ও কলেজ মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়

তাই, এসব শিক্ষার্থীর বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় ফের বাড়ানো হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন- উচ্চমাধ্যমিক এর উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে যেভাবে

জানা গেছে, বিকাশ কর্তৃপক্ষ আবারও সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাথে যোগাযোগ করে ৭ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করবেন। এ সময়ের পর আর শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়া হবে না।

তবে, কোনো শিক্ষার্থীর অভিভাবক জাতীয় পরিচয় পত্রের বিপরীতে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকলে, ওই বিকাশ অ্যাকাউন্ট নম্বর ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিলেও হবে। উপবৃত্তির অ্যাকাউন্ট না খোলা ৪৫টি প্রতিষ্ঠানের তালিকা ও এ সংক্রান্ত নির্দেশনা পাঠকদের জন্য তুলে ধরা হলো।

• বিকাশ কর্তৃপক্ষ পুনরায় সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যােগাযোগ করে সংযুক্ত ছকের প্রতিষ্ঠানের আগামী ০৭/১১/২০২০ ইং তারিখের মধ্যে বিকাশ একাউন্ট খুলতে হবে। উল্লেখ্য ৭/১১/২০২০ ইং তারিখের পরে বিকাশ একাউন্ট খােলার সময়সীমা বর্ধিত করা হবে না।

• উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন প্রতিষ্ঠান প্রধানের সাথে যােগাযােগপূর্বক বিকাশ একাউন্ট খােলার জন্য বিকাশ প্রতিনিধি ও প্রতিষ্ঠান প্রধানের সাথে সমন্বয় সাধন করবেন।

• যে সকল শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে বিকাশ একাউন্ট খােলা আছে উক্ত বিকাশ একাউন্ট ও সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট জমা দিলেও চলবে।

• বিকাশ একাউন্ট খােলা সম্পন্ন হলে বিকাশ প্রতিনিধি উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট হতে যােগ্য শিক্ষার্থীর একাউন্ট খােলা সম্পন্ন হয়েছে মর্মে প্রত্যয়নপত্র গ্রহন করবেন। উক্ত প্রত্যয়নপত্র বিকাশ কর্তৃপক্ষ অবশ্যই সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’র প্রধান কার্যালয়ে জমা প্রদান করবেন। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন সকল প্রতিষ্ঠানের যােগ্য শিক্ষার্থীর একাউন্ট খােলা সম্পন্ন হয়েছে মর্মে নিশ্চিত হয়ে উক্ত প্রত্যয়নপত্র বিকাশ প্রতিনিধিকে প্রদান করবেন। উল্লেখ থাকে যে, শিক্ষার্থী বা তার অভিভাবকের নামে ইতােমধ্যে বিকাশ একাউন্ট খােলা থাকলে উক্ত একাউন্ট ব্যবহার করা যাবে। এক্ষেত্রে নতুনভাবে বিকাশ একাউন্ট খােলার প্রয়ােজন নাই।

আরো পড়ুন- স্নাতক ডিগ্রী (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির নোটিশ

• মাঠ পর্যায়ের উচ্চ মাধ্যমিক/সমমান উপবৃত্তি সংক্রান্ত যেকোন তথ্য প্রেরণের জন্য নিম্নের ই-মেইল এ (hs.stipend@gmail.com) যোগাযােগের জন্য অনুরোধ করা হলো। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলাে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply