উপবৃত্তি নিউজক্যারিয়ার

তুরস্ক শিক্ষাবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত Turkis Scholarship Circular 2022

তুরস্ক শিক্ষাবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত। তুরস্ক সব প্রয়োজনীয় সুযোগ–সুবিধা দিয়ে প্রতিবছরের মতো এ বছরও তাদের সরকারি শিক্ষাবৃত্তির ঘোষণা দিল। পৃথিবীর প্রায় ১৮০টি দেশ থেকে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করে থাকেন শিক্ষার্থীরা। অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ভবন দ্বারা শিক্ষা কার্যক্রম শুরু করে এবং ২০০০ সালে সারিয়ারের কাছে বর্তমান রুমেলি ফেনেরি ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। বৃত্তিপ্রাপ্তরা তুরস্কের ৫৫টি শহরে প্রতিষ্ঠিত শতাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। Turkis Scholarship Circular 2022

স্কলারশীপ পেলে কী কী পাবেন শিক্ষার্থীরা
* বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফি
* এক বছরের ভাষা কোর্স
* আবাসন ও খাবার
* স্বাস্থ্যবিমা
* মাসিক সম্মানী ভাতা (স্নাতক ৮০০ লিরা, স্নাতকোত্তর ১,১০০ লিরা ও পিএইচডিতে ১,৬০০ লিরা দেওয়া হয়)। ১ লিরা সমান ১১ টাকার বেশি।
* প্রথমবার যাওয়া ও পড়ালেখা শেষ করে দেশে ফেরার বিমান টিকিট।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য:
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। ( ৯৬,৫০০ টিএল/বছর) ।
১,৫০০ টিএল মাসিক উপবৃত্তি প্রদান।
আবাসন সুবিধা।
বেসরকারী স্বাস্থ্য বীমা।
বৈজ্ঞানিক ইভেন্টগুলিতে অংশ নিতে ভ্রমণ খরচ।

আবেদনকারীর যোগ্যতা
স্কলারশিপে আবেদন করতে হলে স্নাতকের জন্য এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৭০ শতাংশ এবং স্নাতকোত্তর-পিএইচডির জন্য স্নাতক-স্নাতকোত্তরে ৭৫ শতাংশ নম্বর থাকতে হয়। তবে মেডিকেলে ভর্তি হতে চাইলে ৯০ শতাংশ নম্বর লাগবে। তুরস্কে পড়াশোনার ভাষা তুর্কি হলেও কিছু কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজিতে পড়ার সুযোগ দেয়। এ ক্ষেত্রে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী টোফেল বা জিআরই স্কোর থাকতে হয়। আইইএলটিএস (IELTS) স্কোর তুরস্কে গ্রহণযোগ্য নয়।

তুরস্ক শিক্ষাবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত

বয়সসীমা
তুরস্কের শিক্ষাবৃত্তির জন্য আবেদনের পুরো প্রক্রিয়াই হয় বিনা মূল্যে
তুরস্কের শিক্ষাবৃত্তির জন্য আবেদনের পুরো প্রক্রিয়াই হয় বিনা মূল্যেছবি: সংগৃহীত
* স্নাতকের জন্য আবেদন করতে বয়স হতে হবে ২১ বছরের নিচে।
* স্নাতকোত্তরে আবেদনের বয়স ৩০ বছরের নিচে।
* পিএইচডি ৩৫ বছরের নিচে।
* আর রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদন করতে বয়স হতে হবে ৪৫ বছরের নিচে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
* সাদা ব্যাকগ্রাউন্ড একটা পাসপোর্ট সাইজের ছবি।
* পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের স্ক্যান কপি। (ইংরেজি কপি হতে হবে)
* এএসসি বা দাখিল এবং এইচএসসি বা আলিমের মূল সার্টিফিকেট ও মার্কশিটের স্ক্যানকপি। (কোথাও থেকে সত্যায়িত করতে হবে না।)
* সব পরীক্ষার সার্টিফিকেট।
* সব পরীক্ষার মার্কশিট।
* জন্মনিবন্ধন (ইংরেজিতে), জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের স্ক্যান কপি।
* টোফেল ও জিআরই ইত্যাদির সার্টিফিকেট (যদি থাকে)।
* দুটি রেফারেন্স লেটার (বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের হলে ভালো হয়)।
* যত ধরনের এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট আছে (রচনা প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি, জিপিএ–৫ সংবর্ধনা, কোনো এনজিও বা অন্য প্রতিষ্ঠানে কাজ করা ইত্যাদি)।

স্নাতকে স্কলারশিপের জন্য এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৭০ শতাংশ এবং স্নাতকোত্তর-পিএইচডির জন্য স্নাতক-স্নাতকোত্তরে ৭৫ শতাংশ নম্বর থাকতে হয়
স্নাতকে স্কলারশিপের জন্য এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৭০ শতাংশ এবং স্নাতকোত্তর-পিএইচডির জন্য স্নাতক-স্নাতকোত্তরে ৭৫ শতাংশ নম্বর থাকতে হয় ।

তুরস্কে অনার্সের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৭০ শতাংশ মার্ক সমান বাংলাদেশের জিপিএ-৩.৪০। মাস্টার্স ও পিএইচডির জন্য: এসএসসি ও এইচএসসিতে ৭৫ শতাংশ মার্ক সমান বাংলাদেশের জিপিএ-৩.৬৭ এবং অনার্সে সিজিপিএ-২.৯৩ (মাস্টার্সের জন্যও প্রযোজ্য)। তবে মেডিকেলের জন্য দুটোতেই গোল্ডেন ৫ থাকা চাই।

আবেদনের সময়
ফুল-ফ্রিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক ফোরামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে তুরস্কের হেডওয়ে ইন্সটিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স (HISA)। ১৫-৪৫ বছর বয়সী যেকোনো দেশের যুবক-যুবতীরা এই স্বেচ্ছাসেবক ফোরামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি HISA-এর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক ফোরাম ইস্তাম্বুল, তুরস্কে আগামী ১৭-২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, ২০২২।

আবেদনের ঠিকানা
তুরস্কের শিক্ষাবৃত্তির জন্য আবেদন অনলাইনে করতে হয়। আর পুরো প্রক্রিয়াই হয় বিনা মূল্যে। আগ্রহীরা আবেদন করতে পারবেন https://turkiyeburslari.gov.tr/ ওয়েবসাইট। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলী মেনে সরাসরি আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://international.ku.edu.tr/graduate-programs/how-to-apply/
আবেদন করতে ক্লিক করুন https://apply.ku.edu.tr/courses/search/id/1214056-6kucgp

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply