উপবৃত্তি নিউজশিক্ষা নিউজ

শিক্ষা বৃত্তির জন্য আবেদন ফরম 2021

শিক্ষা বৃত্তির জন্য আবেদন ফরম ২০২১/ শিক্ষা বৃত্তির আবেদন ফরম-2020-2021 নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। দেশের সব মন্ত্রনালয় , সংস্থার শিক্ষাবৃত্তি আবেদন ফরম ও আবেদন সংক্রান্ত সকল লিংক দেয়া হয়েছে এই আর্টিকেলে। Education Scholarship Application form 2021

আবেদন শর্তাবলীঃ

উচ্চমাধ্যমিক উত্তীর্ণসহ উচ্চতর শিক্ষায় অধ্যয়নরত ছাত্র/ছাত্রী বৃত্তির জন্য দরখাস্ত করতে পারবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার ২ বত্সর অতিক্রান্তের পূর্বেই এ বৃত্তির জন্য আবেদন করতে হবে।

উচ্চ শিক্ষার মোট সময়কাল অর্থাত দরখাস্তকারি অধ্যয়নরত সর্বোচ্চ মাষ্টার্স/সমপর্যায় সমাপ্ত হওয়া পর্যন্ত এ বৃত্তি চালু থাকবে, এবং তা সর্বোচ্চ ৫ বছর বলবত থাকবে। তবে, সেশনজটের কারণে অনার্স/ মাষ্টার্স/সমপর্যায় শেষ করতে যে সময় অতিরিক্ত লাগবে সে সময়েও বৃত্তি প্রদান অব্যাহত থাকবে।

 

 যোগ্যতা ঃ

উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর শিক্ষায় অধ্যয়নরত ছাত্র/ছাত্রী বৃত্তির জন্য দরখাস্ত করতে পারবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার দুই বত্সর অতিক্রান্তের পূর্বেই এ বৃত্তির জন্য আবেদন করতে হবে।

 

যে সকল ছাত্র/ছাত্রীর পিতা/মাতা/অভিভাবকের মাসিক আয় ত্রিশহাজার টাকার নিম্নে বা ১০ বিঘার নিম্নে কৃষি জমির মালিক বা বিভাগীয় শহরে যার নিজস্ব বাড়ী/ফ্ল্যাট নাই।

 

অযোগ্যতা ঃ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দুই বত্সর অতিক্রান্ত হলে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে না।

বৃত্তির জন্য দুইবার অকৃতকার্য আবেদনকারী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

কোন ছাত্র/ছাত্রীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত হওয়ার প্রমান পাওয়া গেলে বা নৈতিকভাবে অধ:পতন হলে বা ফৌজদারী অপরাধে দন্ডিত হলে (দেশে/দেশের বাইরে) আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

যে সকল ছাত্র/ছাত্রীর পিতা-মাতা/অভিভাবকের মাসিক আয় ৩০ হাজার টাকার উর্দ্ধে বা ১০ বিঘা বা তদুর্দ্ধ কৃষি জমির মালিক বা বিভাগীয় শহরে যার নিজস্ব বাড়ী/ফ্ল্যাট রয়েছে।

সরকারের অন্য কোনো উত্স হতে আবেদনকারি বৃত্তি প্রাপ্ত হলে।

নির্ধারিত আবেদন ফরমে আবেদন করা না হলে।

শিক্ষা বৃত্তির জন্য আবেদন ফরম

আবেদন ফরম ডাউনলোড- https://eksheba.gov.bd/users/registration

বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি নীতিমালা ২০১২/ফরম- https://bit.ly/32wvrZk

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (বিকেকেবি) শিক্ষা-বৃত্তির নতুন ফরম-https://bit.ly/3enbtWq

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃত্তির আবেদন ফরম-https://bit.ly/3eyZ2r1

জেলা পরিষদ, ঢাকা শিক্ষা বৃত্তির আবেদন ফরম-2020-2021-https://bit.ly/3n6OzGP

সরকারি ও বোর্ডের তালিকাভূক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় অক্ষম অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন ফরম-https://bit.ly/3gp5dQH

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড/ প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান-https://bit.ly/2QJUOVa

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট/ এম. ফিল. ও পিএইচ. ডি. কোর্সে ফেলোশিপ ও বৃত্তি প্রাপ্তির জন্য আবেদন ফরম ২০২০-https://bit.ly/3v7yBiF

মেধা বৃত্তির ফরম-https://bit.ly/2QM9oLB

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) শিক্ষা বৃত্তির আবেদন ফরম-https://bit.ly/3tGo9hJ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সংক্রান্ত অফিস আদেশ-https://bit.ly/3n5Jnmy

ডিএমপি শিক্ষাবৃত্তি আবেদন ফরম-https://bit.ly/3v6pKO7

কারিগরি শিক্ষা অধিদপ্তর এর স্টাইপেন্ড এমআইএস সফটওয়্যারে. উপবৃত্তির জন্য শিক্ষার্থী আবেদন ফরম-https://bit.ly/32yzpRy

বৃত্তির পর্যায় বিভক্তি ঃ

বৃত্তি শুরুর বত্সর ৬০০ জন ছাত্র/ছাত্রী (১ম বর্ষ) = মোট ৬০০ জন = ৬০০ x ১০০০ = মাসিক খরচ ৬ (ছয়) লাখ।

বৃত্তি শুরুর দ্বিতীয় বত্সর (১ম বর্ষ ৬০০ জন+২য় বর্ষ ৬০০জন) = মোট ১২০০জন =১২০০ x ১০০০ = মাসিক খরচ ১২ (বার) লাখ।

বৃত্তি শুরুর তৃতীয় বত্সর ( ১ম +২য়+৩য় বর্ষ) = মোট ১৮০০ জন = ১৮০০ x ১০০০ = মাসিক খরচ ১৮ (আঠার) লাখ।

বৃত্তি শুরুর চতুর্থ বত্সর (১ম+২য়+৩য়+৪র্থ বর্ষ) = মোট ২৪০০ জন = ২৪০০ x ১০০০ = মাসিক খরচ ২৪ (চব্বিশ) লাখ।

১ বৃত্তি শুরুর পঞ্চম বত্সর (১ম +২য়+৩য়+৪র্থ+৫ম বর্ষ) = মোট ৩০০০ জন ছাত্র/ছাত্রী বৃত্তির আওতায় আসবে।

সর্বমোট মাসিক খরচ ৩০ (ত্রিশ) লাখ। বৃত্তি শুরুর পঞ্চম বত্সর থেকে অব্যাহতভাবে প্রতি বত্সর ছাত্র/ ছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে।

প্রতি বত্সর ১/২ জন, যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে দেশের অভ্যন্তরে পিএইচডি করবে তাদেরকে বৃত্তি প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় শিক্ষা বৃত্তি আবেদনের নিয়মাবলীhttps://bit.ly/3xn2ihI

Post related topic-
শিক্ষা বৃত্তির আবেদন ফরম ট২১ Students Education Scholarship Application Form/ Stipend Apply Form Online 2021

শিক্ষা বৃত্তির আবেদন ফরম টোটো

শিক্ষা বৃত্তির আবেদন ফরম 2020

শিক্ষা বৃত্তির আবেদন ফরম ২০২১

শিক্ষা বৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

অনলাইনে শিক্ষা বৃত্তির আবেদন

উপবৃত্তির জন্য আবেদন ফরম

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ফরম 2020

ঈদের আগে উপবৃত্তি 2021

উপবৃততির খবর

কোন কোন ব্যাংক শিক্ষা বৃত্তি দেয়

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply