উপবৃত্তি নিউজ

২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাবে ২৫৫০০ জন শিক্ষার্থী

২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৫৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরমধ্যে ৩০০০ জনকে মেধা বৃত্তি এবং ২২৫০০ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন- এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল ২০২

সাধারণ ৯ টি বোর্ডের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে৷ মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক : ৬০০ (ছয়শত) টাকা; এককালীন অনুদান (বাৎসরিক) : ৯০০ (নয়শত) টাকা পাবে। সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক : ৩৫০ (তিনশত পঞ্চাশ) টাকা; এককালীন অনুদান (বাংসরিক) : ৪৫০ (চারশত পঞ্চাশ) টাকা পাবেন।  শিক্ষার্থীদের বৃত্তির টাকা G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।

২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেখা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য দেশের ৯টি শিক্ষা বাের্ড হতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫-১১২, তারিখ: ০৪/০২/২০১৬ মােতাবেক বৃত্তির সংখ্যা/কোটা ও টাকার পরিমাণ পুনঃনির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে উল্লিখিত শর্ত মােতাবেক বাের্ডভিত্তিক বৃত্তির কোটা বটন করা হয়েছে।

এসএসসি বৃত্তির শর্তাবলীর মধ্যে রয়েছে,

এই বৃত্তির ব্যয় চলতি (২০২১-২০২২) অর্থ বছরের রাজস্ব বাজেটের ১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭” বৃত্তি/মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে।

২০২১-২০২২ অর্থ বছরে বর্ণিত বৃত্তিগুলাের বরাদ্দ- শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০,০৭১,০৮.০০১,০৫-১১২, তারিখ: ০৪/০২/২০১৬, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০,০৭১,০৮.০০১.০৫-৪০২, তারিখ: ১১/০৫/২০১৫ এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫-৭৪১, তারিখ: ১৪/০৮/২০১৪ সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী অনুসরণীয়।

জিপিএ ৫.০০ প্রাপ্ত নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বন্টিত হবে।

সাধারণ বৃত্তির সংখ্যা হতে সংশ্লিষ্ট বাের্ড তাঁর আওতাধীন প্রতি উপজেলায় দু’জন ছাত্র এবং দু’জন ছাত্রী, মেট্রোপলিটন এলাকার প্রতিটি খানাতে একজন ছাত্র এবং একজন ছাত্রী-কে এলাকার কোটা অনুসারে সাধারণ বৃত্তি প্রদান নিশ্চিত করতে হবে।

বৃত্তির গেজেটে বৃত্তিপ্রপ্ত শিক্ষার্থীদের বৃত্তির বরাদ্দকৃত অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশ তফসীলভুক্ত অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংকে একাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে ০৭ (সাত) দিনের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করতে হবে।

বৃত্তির গেজেট আগামী ১৩/০২/২০২২ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে এবং উক্ত গেজেটের ০১ (এক) সেট হার্ডকপি মহাপরিচালক, মাখ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে এবং প্রকাশিত গেজেটের Soft Copy শিক্ষার্থীদের রােল ও রেজিস্ট্রেশন নম্বরসহ এক্সেল সীটে dsheboardgazette@gmail.com ঠিকানায় ই-মেইলে প্রেরণ করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply