উপবৃত্তি নিউজ

মেধাবী ও গরীব শিক্ষার্থীদের জন্য Softmax স্কলারশীপ ২০২২

মেধাবী ও গরীব শিক্ষার্থীদের জন্য Softmax স্কলারশীপ ২০২২। Softmax Online School ৩ টি ক্যাটাগরি সর্বমোট ৩০০০ শিক্ষার্থীকে ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার এর পলিটেকনিক কোর্সের উপর 30%-100% স্কলারশীপ প্রদান করবে। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী,

 

আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী এই ৩ ক্যাটাগরিতে শিক্ষার্থীদের স্কলারশীপ এর জন্য বাছাই করা হবে। আমাদের মূল লক্ষ্যে হচ্ছে যারা এগিয়ে যেতে চায় কিন্তু অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারনে এগিয়ে যেতে পারছে না তাদেরকে এই স্কলারশীপটি প্রদান করা।

মেধাবী ও গরীব শিক্ষার্থীদের জন্য Softmax স্কলারশীপ ২০২২। Softmax Online Schoo

কারিগরি শিক্ষাকে সহজ করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল Softmax Online School. কারিগরি শিক্ষার উন্নয়নে দরকার মানসম্পন্ন পাঠদান। যা Softmax Online School ডুয়েটের একঝাক মেধাবীদের মাধ্যমে খুব ভালোভাবেই করে যাচ্ছে। যেহেতু সফটম্যাক্স এর লাখ লাখ টাকা খরচ করে সেবা নিশ্চিত করতে হয় তাই অনেক গরীব ও মেধাবী শিক্ষার্থীরা সফটম্যাক্স এর পেইড কোর্সের সুবিধা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছিলো। এই অসুবিধা বিবেচনায় অনেক কারিগরি শিক্ষার্থীর অনুরোধে এই প্রথম Softmax Online School স্কলারশীপ প্রোগ্রাম চালু করতে যাচ্ছে।

 

স্কলারশীপ প্রোগ্রামে আবেদন করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

  1. প্রথমে ডাউনলোড করে নিতে হবে SOS Learning App ( ডাউনলোড লিংকঃ tiny.cc/SOS_App )

2.সম্পূর্ণ ফরমটি বুঝে বুঝে আবেদন করুন।

 

3.আবেদনের প্রাথমিক তথ্য যাচাই করার পর চূড়ান্ত বাছায়ের জন্য অফিস থেকে কল করা হবে।

 

4.আপনি নির্বাচিত হলে পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে।

নোটঃ ফরম পূরণ করার পর দ্বায়িত্ব সফটম্যাক্স আপনার সাথে যোগাযোগ করবে।

স্কলারশীপ এ আবেদনের শেষ সময়ঃ 30 সেপ্টেম্বর 2022

 

স্কলারশীপ দেওয়া হবে 3000 জন শিক্ষার্থীকে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply