প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

অনার্স এর দর্শন বিভাগ ২য় বর্ষ সাধারণ যুক্তিবিদ্যা pdf সাজেশন

অনার্স এর দর্শন বিভাগ ২য় বর্ষ সাধারণ যুক্তিবিদ্যা pdf সাজেশন
বিষয় কোড: ২২১৭০৭

খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ‘সব যুক্তি চিন্তন, কিন্তু সব চিন্তা যুক্তি নয়।’ ব্যাখ্যা কর।
২. সত্যতা ও বৈধতা পার্থক্য লেখ।
৩. পদের ব্যাপ্যতা বলতে কি বুঝ? তার নিয়মগুলো ব্যাখ্যা কর।
৪. ভাষার আবেগময় শব্দের ভূমিকা কী?

৫. ভাষার বিভিন্ন ব্যবহার আলোচনা কর।
৬. কাকতালীয় অনুপপত্তি ব্যাখ্যা কর।
৭. দ্ব্যর্থকতার অনুপপত্তি কী? ব্যাখ্যা কর।

৮. যৌক্তিক সংজ্ঞার সীমা লেখ।
৯. নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি কী?
১০. মূর্তি ও সংস্থানের মধ্যে সম্পর্ক কী?
১১. প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান কী?
১২. সহানুমানে মধ্যপদের কাজ কী?

১৩. বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা ও দৃষ্টান্ত দাও।
১৪. অন্বয়ী পদ্ধতি বলতে কী বুঝ?
১৫. অবরোহ ও আরোহ অনুমানের পার্থক্য লেখ।
১৬. আরোহের কূটাভাস বলতে কী বোঝ?

১৭. মিলের পরীক্ষাণাত্মক পদ্ধতি গুলো কী কী?
১৮. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ব্যাখ্যা কর।
১৯. প্রকৃতির একরূপতা নীতি ব্যাখ্যা কর।
২০. প্রকৃতির ঐক্য বলতে কি বুঝ?

টর্ট আইন

গ. বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. আই. এম. কপির মতানুসারে যুক্তিবিদ্যা সংজ্ঞা দাও। যুক্তি আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক ব্যাখ্যা কর।
২. অনুমান কাকে বলে? অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লেখ।
৩. নিরপেক্ষ হানুমান কি? সহানুমানের নিয়মভঙ্গের ফলে সৃষ্ট যেকোনো দুটি অনুপপত্তি আলোচনা কর।
৪. পদের ব্যাপ্যতা বলতে কি বুঝ? ব্যাপ্যতার নিয়মগুলো ব্যাখ্যা কর।

৫. মিলের পরীক্ষামূলক পদ্ধতি গুলো কী কী? অন্বয় ও ব্যতিরেকী পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও।
৬. অনুপপত্তি কী? উদাহরণসহ দ্ব্যর্থতার অনুপপত্তির বিভিন্ন রূপ আলোচনা কর।
৭. প্রাসঙ্গিকতার সংজ্ঞা দাও। উদাহরণসহ পাঁচটি প্রাসঙ্গিক অনুপপত্তির ধরন আলোচনা কর।
৮. সংজ্ঞা কী? কপি অনুসারে পাঁচ প্রকারের সংজ্ঞা আলোচনা কর।

৯. সংজ্ঞা কাকে বলে? সংগঠনের সংজ্ঞায়নের কৌশলগুলো আলোচনা কর।
১০. নিরপেক্ষ বচন কী? কপি অনুসরণে আদর্শ আকারের চারটি নিরপেক্ষ বচন আলোচনা কর।
১১. বচনের বিরোধিতা বলতে কী বুঝ? যুক্তিবাক্যের বিরোধিতা সাবেকি চতুর্বর্গ এর ব্যাখ্যা দাও।
১২. সহানুমান কাকে বলে? সহানুমানের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

১৩. ভাষার প্রকৃতি আলোচনা কর। ভাষার তিনটি মৌলিক কাজ ব্যাখ্যা কর।
১৪. আরোহ অনুমানের প্রকৃতি ব্যাখ্যা কর। আরোহ ও অবরোহ এর মধ্যে পার্থক্য কর।
১৫. প্রকৃত আরোহ কী? বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৬. অ-রূপগত অনুপপত্তি হিসেবে প্রাসঙ্গিকতার অনুপপত্তি ব্যাখ্যা কর।

১৭. পরীক্ষণ কী? পরীক্ষণের স্বরূপ আলোচনা কর।
১৮. পরীক্ষণাত্মক পদ্ধতির সমালোচনা করেছেন?
১৯. উদাহরণসহ ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা কর। আরভিং মারমা কপি কিভাবে এই পদ্ধতির সমালোচনা করেছেন ব্যাখ্যা কর।
২০. সংজ্ঞা বলতে কি বুঝায়? সংজ্ঞার পাঁচটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।

অনার্স এর দর্শন বিভাগ ২য় বর্ষ সাধারণ যুক্তিবিদ্যা pdf File Download  সাজেশন

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *