বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

গুগলের সার্চ লিস্ট ডিলিট করার নিয়ম

গুগলের সার্চ লিস্ট ডিলিট করার নিয়ম। সারাবিশ্বের বেশিরভাগ প্রযুক্তিপ্রেমী গুগল সার্চের মাধ্যমে তথ্যানুসন্ধান করে। কোথায় কোন তথ্য সবচেয়ে ভালো পাওয়া যায় তার খোঁজ করতেও গ্রাহকরা গুগলের দ্বারস্থ হয়। প্রকৃতপক্ষে একজন ব্যবহারকারীর সার্চ লিস্ট দেখলেই বোঝা যায় তিনি কেমন মানুষ, কী পছন্দ করেন।অনেকেই তাদের সার্চ লিস্ট অন্যকে দেখাতে চান না, কিংবা গোপন রাখতে চান। যারা এমন কাজ করতে আগ্রহী তাদের জন্য আরও সহজ সমাধান রয়েছে।

 

যেকেউ চাইলেই তার সার্চ লিস্ট মুছে ফেলতে পারবেন সহজে। এতে নিজের সার্চ লিস্ট অন্যদের দেখার কোনও সুযোগ থাকবে না। আসুন দেখে নেওয়া যাক সার্চ লিস্ট ডিলিটের ধাপগুলো-

 

১. প্রথমেই গুগল মাই অ্যাক্টিভিটিতে প্রবেশ করুন। এজন্য মাইঅ্যাক্টিভিটিতে.গুগল.কমে লগইন করতে হবে

২. এ পর্যায়ে ডিলিট অ্যাক্টিভিটি বাই অপশনটি নির্বাচন করতে হবে

৩. এখানে আপনি কোনদিনের সার্চ লিস্ট মুছতে চান তার একটি নির্দেশনা আসবে। আপনি চাইলে গত ৭ দিন, ৩০ দিন কিংবা এ সব অথবা নির্দিষ্ট দিনের সার্চ লিস্ট মুছতে পারবেন

৪. প্রোডাক্ট অপশনের পর সার্চ ও ইমেজ সার্চ অপশন সিলেক্ট করুন

৫. এবার ডিলিট অপশন চাপুন।

 

Google’s rules for deleting search lists. Most tech lovers around the world search for information through Google search. Customers also turn to Google to find out where to find the best information. In fact, if you look at a user’s search list, you can see what kind of person he is, what he likes. Many people do not want to show their search list to others or want to keep it secret. There are simpler solutions for those who are interested in doing such a thing.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply