বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

ব্যবসায়ীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন পরিষেবা চালু

ব্যবসায়ীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন পরিষেবা চালু। হোয়াটসঅ্যাপে একই বিষয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রুপগুলোকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু করেছে মেটা। এই গ্রুপ সমাহারের নাম দেওয়া হয়েছে ‘কমিউনিটি’। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে ফেসবুকে নতুন এই পরিষেবার ঘোষণা করেছেন হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটার প্রধান মার্ক জাকারবার্গ।

 

তিনি জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই ব্যবহারকারীরা এ ব্যাপারে অনুরোধ করছিলেন। সে কথা মাথায় রেখেই এই জরুরি বদল। কী কাজ হবে এই কমিউনিটির? হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানিয়েছেন, কমিউনিটি হবে গ্রুপগুলোর প্রধান। যে কেউ কমিউনিটি তৈরি করতে পারবেন এবং তার সদস্য হওয়ার জন্য একাধিক গ্রুপকে আমন্ত্রণ জানাতে পারবেন।

 

কিন্তু কোনো গ্রুপ কমিউনিটির সদস্য হতে চায় কি না তা নির্ধারণ করবেন ওই গ্রুপের অ্যাডমিন। তবে কমিউনিটির সদস্য হলেই ব্যবহারকারী সমস্ত গ্রুপের বার্তা দেখতে পাবেন তা নয়। কমিউনিটিতে থেকেও ব্যবহারকারী শুধু সেই গ্রুপের বার্তাই দেখতে পাবেন যেটির তিনি সদস্য।

 

তবে হোয়াটসঅ্যাপের নতুন পরিষেবা এখানেই থামছে না। কমিউনিটি পরিষেবার পাশাপাশি নতুন চারটি বৈশিষ্ট্য জুড়ছে হোয়াটসঅ্যাপে। প্রথমত, হোয়াটসঅ্যাপে এখন ফেসবুকের মতো যে কোনো বার্তায় প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকছে। দ্বিতীয়ত, গ্রুপের যে কোনো বার্তা মুছে দিতে পারবেন অ্যাডমিন। তৃতীয়ত, হোয়াটসঅ্যাপে এখন ৩২ জনকে একসঙ্গে গ্রুপে রেখে ফোন করা যাবে। চতুর্থ, ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার করা যাবে।

 

WhatsApp launches a new service for traders. Meta has started the process of bringing groups scattered on the same topic under one umbrella on WhatsApp. This group is called ‘Community’. Mark Zuckerberg, the head of WhatsApp’s parent company Meta, announced the new service on Facebook on Thursday (April 14) night.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply