বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

হোয়াটসঅ্যাপে এলো নতুন রিঅ্যাকশন ফিচার

হোয়াটসঅ্যাপে এলো নতুন রিঅ্যাকশন ফিচার। জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এবার নতুন ফিচার এলো। এ নতুন ফিচারটি হলো ইমোজি রিঅ্যাকশন বা মেসেজ রিঅ্যাকশন। এসব ইমোজির মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজের উত্তরও দিতে পারবেন। শুধু এই ফিচারটিই নয়, চলতি বছরের শুরু থেকে একাধিক ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ। অডিও কলে ওয়েব ফর্ম, পজ় অপশন, ফাস্ট ফরোয়ার্ড অপশন ইত্যাদি যোগ করা হয়েছে। এছাড়াও ডকুমেন্ট ফিচারে প্রিভিউ, দুই জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করা সম্ভব।

 

নতুন ফিচার ইমোজি রিঅ্যাকশনের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট করার সময় অনেক ইমোজির ব্যবহার করতে পারবেন। এসব ইমোজির মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজের উত্তরও দিতে পারবেন। বৃহস্পতিবার (৫ মে) জাকারবার্গ তার ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে দেন। এটি চালু করা হয়েছে অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ২.২২.৮.৩ এর জন্য।

 

হোয়াটসঅ্যাপে অনেকদিন ধরেই একের পর এক নতুন ফিচার লঞ্চ করে চলেছে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে, তাদের আরও উন্নত সেবা দেওয়ার জন্য এবার ইমোজি রিঅ্যাকশন ফিচারটি যুক্ত করল মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।

 

WhatsApp has a new reaction feature. A new feature has come to the popular messaging app WhatsApp. This new feature is emoji reaction or message reaction. With these emojis, users can also reply to messages. Not only this feature, but WhatsApp has also added several features since the beginning of this year. The audio call has added web forms, pause options, fast forward options, etc. Also, in the document feature, it is possible to preview, and transfer files up to two GB.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply