বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোন নাম্বার ডিলিট হলে যেভাবে ফিরে পাবেন দেখে নিন নিয়ম গুলো

মোবাইল ফোন নাম্বার ডিলিট হলে যেভাবে ফিরে পাবেন দেখে নিন নিয়ম গুলো। ভুল করে গুরুত্বপূর্ণ ফোন নাম্বার সংরক্ষণে গুগল কনট্যাক্ট বেশ জনপ্রিয় একটি ফিচার। আমাদের স্মার্টফোনে জিমেইল লগইন করলেই গুগল কনট্যাক্ট থেকে ফোনে সংরক্ষণ করা নাম্বারগুলো সরাসরি চলে আসে।

যদি কোনো কারণে গুগল কনট্যাক্ট থেকে ফোন নাম্বার ডিলিট হয়ে যায় তাহলে তা আর ফিরে পাওয়ার কোন উপায় ছিল না এতদিন। কিন্তু এবার Google Contact সেই উপায় নিয়ে এলো।

এই ফিচারের সাহায্যে সহজেই ডিলিট হওয়া কন্ট্যাক্টস রিকভার করা/ নিয়ে আসা যাবে। গুগল কনট্যাক্টের এই ফিচার অনেকটা উইন্ডোজের রিসাইকেল বিনের মতো কাজ করে। আর এই কারনেই এর নাম দেওয়া হয়েছে ‘ট্রাস’। এটি গুগল কনট্যাক্টে নতুন ট্যাব হিসেবে যুক্ত হচ্ছে।

মোবাইল ফোন থেকে ডিলিট হওয়া ছবি বা ভিডিও ডকুমেন্টস ফিরিয়ে আনার নিয়ম

যে সকল ফোন নাম্বার ডিলিট হয়ে যাবে সেই সকল নাম্বারগুলো ট্রাসে পাওয়া যাবে। যে নাম্বারটি ডিলিট হয়েছিল সেটি অ্যাপ থেকে নাকি ওয়েবসাইট থেকে ডিলিট হয়েছিলো সেটাও জানা যাবে এখান থেকে।

৩০ দিনের মধ্যে ডিলিট হওয়া নাম্বার ফিরিয়ে নিয়ে আসা যাবে। এখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকবে যার একটি ‘Delete Forever’ অন্যটি ‘Recover’ নামে থাকবে। এর মধ্যে থেকে যেকোন একটি আপনাকে বেছে নিতে হবে। গুগল জানিয়েছে, এই ফিচারটি এখন গুগল কনট্যাক্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে কিছুদিনের মধ্যে এটি জি-সুইট ব্যবহারকারী এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে পাওয়া যাবে। How To Recover Mobile Phone Delete Phone Number ?

এছাড়া ফোন থেকে মুছে ফেলা নাম্বার পুনঃউদ্ধার করার জন্য যা করতে পারেন।

আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনার মোবাইলে, আপনার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন সেখানে সার্চ করবেন deleted contacts অ্যান্ড্রয়েড এর লোগো দেওয়া একটা অ্যাপস চলে আসবে প্রথমে সে অ্যাপসটা ওপেন করবেন তারপর কন্টাক্ট পারমিশন দিয়ে দিবেন দেওয়ার পর আপনার মোবাইলের কন্টাক্ট গুলো শো করবে সাথে দেখতে পাবেন ডিলিটেড নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পর দেখবেন আপনার মোবাইলে যত নাম্বার ছিল সব শো করতেছে. তারপর উপরে দেখতে পাবেন থ্রি ডট একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর রেস্টোর এ ক্লিক করবেন তারপর আপনার মোবাইলের সমস্ত নাম্বার চলে আসবে.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply