বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি বা ভিডিও ডকুমেন্টস ফিরিয়ে আনার নিয়ম

মোবাইল ফোন থেকে ডিলিট হওয়া ছবি বা ভিডিও ডকুমেন্টস ফিরিয়ে আনার নিয়ম । প্রায়ই আমরা ভুলবশত মোবাইল থেকে বিভিন্ন ছবি, ভিডিও বা অডিও ফাইল ডিলিট করে ফেলি। বিশেষ করে ছবি। অনেক সময় ভুলবশত মেমোরি কার্ড ফরম্যাট করে ফেলি। এতে করে Smart Phone থেকে হারিয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য-সহ প্রয়োজনীয় অনেক অনেক ছবি।

এখন স্মার্টফোনের দুনিয়ায় বেশির ভাগই অ্যান্ড্রয়েড ফোন। তাই এখানে আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ডেটা রিকভারি পদ্ধতি নিয়ে কথা বলবো। প্রথমেই জানতে হবে, ডিলেট হওয়ার আগে আপনার ফাইলগুলো কোন স্টোরেজে ছিল! ফাইলগুলো যদি Memory Card থেকে ডিলেট হয়, তাহলে রিকভার করতে তেমন একটা অসুবিধা নেই। আসুন জেনে নেওয়া যাক মেমোরি কার্ড থেকে ডিলেট হওয়া ফাইল রিকভার করার নিয়ম।

মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ছবি / ভিডিও রিকভার করার নিয়ম:

মোবাইল ফোন থেকে ডিলিট হওয়া ছবি বা ভিডিও ডকুমেন্টস ফিরিয়ে আনার নিয়ম
গুগল প্লে-স্টোর থেকে পছন্দমতো ‘ File Recovery Software ফাইল রিকভারী সফটওয়্যার’ ডাউনলোড করে নিন। এর মধ্যে ‘রেকুভা’ (Recuva) সফটওয়্যার বেশ পরিচিত।

প্রয়োজনীয় ফাইলগুলো আগে অন্য কোথাও কপি বা ব্যাকআপ করে রাখুন। যাতে রিকভারের সময় ভুলবশত সব ফাইল ডিলেট হয়ে না যায়।

ব্যাকআপ নেওয়া হয়ে গেলে (Recuva) সফটওয়্যার ওপেন করে মেনু থেকে SD Card সিলেক্ট করুন।

এখানে ডিলেট হওয়া ফাইলগুলোর একটি তালিকা আসবে। এখান থেকে প্রয়োজনীয় ফাইল বা ছবিগুলো রিকভার করা শুরু করুন।

এ বার জেনে নেওয়া যাক ফোন মেমোরি থেকে ডিলিট হওয়া  ছবি ফাইল ফিরে পাওয়ার উপায় করার পদ্ধতি।

মোবাইল / ফোন মেমোরি থেকে ডিলিট হওয়া ফাইল রিকভার করার নিয়ম:
অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরি থেকে ছবি বা ভিডিও, অডিও ডিলেট হলে তা রিকভার করা বেশ সমস্যার। এ ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারে ‘ডিস্ক ডিগার অ্যাপ’ (Disk Digger App)।

• শুরুতেই গুগল প্লে-স্টোর থেকে Disk Digger App ইনস্টল করে নিন।
• অ্যাপসটি ব্যবহার করার আগে একটা জরুরি বিষয় অবশ্যই মাথায় রাখুন, এটা শুধুমাত্র রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেই কাজ করবে।
• অ্যান্ড্রয়েড ফোন Root করার নিয়ম বা পদ্ধতি গুগল ঘেঁটে জেনে নিতে পারেন।
• যাদের ফোন ইতিমধ্যেই রুট করা আছে, তারা প্রথমেই ডিলেট হওয়া ফোল্ডারগুলো বেছে নিন।
• ফাইল টাইপ (যেমন, JPG, PNG, 3gp বা Mp4, MP3) সিলেক্ট করুন।
• ফাইল টাইপ সিলেক্ট করা হয়ে গেলে Save বাটনে ক্লিক করা ফাইলগুলো তৎক্ষণাত রিকভার করে ফেলতে পারবেন।

অ্যান্ড্রয়েড মোবাইলে যখন কোনও File Delete হয়, তখন সিস্টেমে শুধু তথ্যগুলো মুছে যায়। যতক্ষণ না পর্যন্ত ওই ফাইল স্পেসে অন্যকিছু ওভাররাইট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা পুনরুদ্ধার করার সম্ভাবনা থাকে। তাই ডিলেট হওয়া ফাইল উদ্ধার না হওয়া পর্যন্ত ফোনে বড় আকারের ফাইল সেভ করা ও কোনও প্রকার সিস্টেম আপডেট নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। Rules for retrieving deleted photos or video documents from mobile

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply