ক্যারিয়ারসকল ভর্তি খবর

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ইমাম প্রশিক্ষণ একাডেমী ইসলামিক ফাউন্ডেশন-এর উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনব্যাপী ফাউন্ডেশন (নিয়মিত) প্রশিক্ষণ ৬ষ্ঠ কোর্স শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ কোর্সে ভর্তির নোটিশ প্রকাশ  হয়েছে। নিম্নোক্ত বিবরণী অনুযায়ী প্রকৃত ইমাম, সহকারী ইমাম ও মুয়াজিনদের কাছ থেকে আবেদনপত্র দাখিল করার জন্য অনুরােধ করা হলাে। প্রার্থীকে স্ব-হস্তে লিখিত আবেদন দাখিল করতে হবে।ডাকযােগে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ কোর্সে ভর্তি প্রক্রিয়া নিমোক্ত সময়সীমা অনুযায়ী হবে    

• ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে প্রার্থীর স্ব-হস্তে লিখিত দরখাস্ত জমা দেয়ার সর্বশেষ তারিখ: ০৩/১১/২০২২

• বিভাগীয়/জেলা কার্যালয়ে প্রাথমিক বাছাইয়ের তারিখঃ ০৬/১১/২০২২ খ্রিঃ সকাল ১০.০০ টায়

• ইমাম প্রশিক্ষণ একাডেমী কেন্দ্র কর্তৃক চূড়ান্ত  বাছাই ও ভর্তির তারিখ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুর কেন্দ্রঃ ০৬/১১/২০২২ খ্রিঃ

প্রশিক্ষণ গ্রহণকালীন সুযােগ-সুবিধা

ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ কোর্সে ভর্তির সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয়/জেলা কার্যালয়ের নােটিশ বাের্ড থেকে জানা যাবে৷ এছাড়া, প্রাথমিক বাছাইয়ের পর ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে সরবরাহকৃত ফরমে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে ।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ ইমাম প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তির যােগ্যতা ও প্রয়ােজনীয় কাগজপত্র

• বয়সসীমা ২০-৫০ বছর এবং সুস্থ ও সবল দেহের অধিকারী হতে হবে এবং জাতীয়ব পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

• শিক্ষাগত যােগ্যতা ন্যূনতম দাখিল বা সমমান মাদ্রাসা পরীক্ষায় পাশ (হাফেজ ও ক্বারীদের ক্ষেত্রে বাংলা ভাষায় ভাল জ্ঞান থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযােগ্য)।

• শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। তবে চূড়ান্ত বাছাইয়ের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি, সনদ না পেয়ে থাকলে প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মূল প্রশংসাপত্র কমিটির নিকট উপস্থাপন করতে হবে।

• স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক ইমামতির স্বপক্ষে প্রদত্ত প্রমাণপত্র জমা দিতে হবে।

• বিভাগীয়/জেলা কার্যালয় কর্তৃক ইমামতিতে নিয়ােজিত আছেন তা নিশ্চিত হয়ে প্রাথমিকভাবে মনােনীত হওয়ার পর চুড়ান্ত বাছাই হওয়া সাপেক্ষে বিভাগীয়/জেলা কার্যালয় থেকে সরবরাহকৃত নির্ধারিত ফরমে মসজিদ কমিটির সভাপতি/সেক্রেটারীর নিকট থেকে ৪৫ দিনের ছুটির অনুমােদনপত্র দাখিল করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালে হােস্টেলে অবস্থান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইমামদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র জমা দিতে হবে।

• এক কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি দরখাস্তের সাথে জমা দিতে হবে এবং দুই কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি সংশ্লিষ্ট ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে চূড়ান্ত ভর্তির সময় দিতে হবে।

• ইমাম প্রশিক্ষণ একাডেমীর কোন কেন্দ্রে সরাসরি আবেদনপত্র জমা দেয়া যাবে না। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিলযােগ্য।

• মৌসুম উপযােগী প্রয়ােজনীয় পােষাক ও মশারীসহ বিছানাপত্র সাথে নিয়ে আসতে হবে।

• বিনামূল্যে ভর্তির ফরম সরবরাহ করা হয় এবং ভর্তি হওয়ার জন্য কোন ফি বা বিনিময় দিতে হয় না। তবে ইমামদের কল্যাণে গঠিত ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে মাসিক ১০/- টাকা ফি দিয়ে ট্রাস্টের (কমপক্ষে ৬ মাস) সদস্য হতে হবে।

• একাডেমীর সংশ্লিষ্ট  কেন্দ্রে বা ইফা, বিভাগীয়/জেলা কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group