বিসিএস

৪৩তম বিসিএসে ৮৫ জন প্রার্থীর আবেদনপত্র বাতিল

ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসে আবেদন করায় ৮৫ জন প্রার্থীর আবেদনপত্র বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে ৩০ মার্চের মধ্যে এসব প্রার্থীকে আবার অনলাইনে আবেদন করার জন্য অনুমতি দিয়েছে পিএসসি। গতকাল মঙ্গলবার কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসের পূরণ করা আবেদন বাতিল করে পুনরায় অনলাইনে আবেদনের অনুরোধ করার পরিপ্রেক্ষিতে কমিশন কর্তৃক নিম্নোক্ত ৮৫ জন প্রার্থীর উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বর বাতিল করা হয়েছে। এসব প্রার্থীকে ৩১ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে নতুন করে অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অনুমতি দিয়েছে।

রেজিস্ট্রেশন নম্বর: 11070110, 11160122, 11121563, 15006680, 11130357, 11109264, 11083455, 11099946, 11026173, 11068928, 11044590, 11079014, 17007934, 11040407, 11024651, 11051989, 11052849, 11063969, 11055479, 11081525, 11123403, 14007400, 11065543, 11049021, 11144102, 11065733, 13002463, 11107945, 11130022, 11126711, 11045446, 11160512, 16005217, 11133395, 11107884. 11108983, 11100233, 11117843, 11045050, 13010463, 11086760, 18002434, 15001908, 11039802, 13008961, 12012704, 11113446, 11092157, 11028703, 11800811, 11800172, 11800840, 11800524, 11800026, 11800830, 11052667, 1035052, 11035941, 11070264, 11113227, 11023889, 11092616, 11048344, 11800218, 18800916, 11800998, 11800964, 11800193, 11800693, 11800908, 11800145, 11800224, 11800920, 16800129, 11800409, 11800246, 11086587, 11076130, 15002812, 11079286, 11045864, 11030438, 18000402, 18011706, 12008906=৮৫ জন

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩১ মার্চ সন্ধ্যা ৬টার পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply