শিক্ষা নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করা হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করা হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনই উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছেন . আজ রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়। সেই অনুষ্ঠানেই তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করা হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পর্যায়ক্রমে এগুলো উন্মুক্ত করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করা হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সে সময় সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে যারা এই করোনাকালেও SSC Exam Result 2020 ফল প্রকাশের জন্য যারা কাজ করেছেন, তাদেরকেও অভিনন্দন জানান তিনি। শিক্ষার্থীদের পড়াশোনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্কুলের বই পড়ার পাশাপাশি বিশ্বকেও জানতে হবে।’

এসএসসি রেজাল্ট ২০২০ এর পরিসংখ্যান

• মোট শিক্ষার্থী- ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।
• গড় পাশের হার- ৮২.৮৭%।
• মোট জিপিএ ৫ পেয়েছে- ১৩৫৮৯৮ জন।
• পাসের হারে শীর্ষে- রাজশাহী বোর্ড।
• জিপিএ-৫ পাওয়ার তালিকায় শীর্ষে- ঢাকা বোর্ড।

শিক্ষাবাের্ড ভিত্তক পাশের হার ও জিপিএ ৫ এর তালিকা

• ঢাকা- ৮২.৩৪% জিপিএ৫- ৩৬০৪৭ জন
• চট্টগ্রাম- ৮৪.৭৫% জিপিএ৫- ৯০০৮ জন
• রাজশাহী- ৯০.৩৭% জিপিএ৫- ২৬১৬৭ জন
• বরিশাল- ৭৯.৭০ % জিপিএ৫- ৪৪৮৩ জন
• সিলেট- ৭৮.৭৯% জিপিএ৫- ৪২৬৩ জন
• যশোর-৮৭.৩১ % জিপিএ৫- ১৩৭৬৪ জন
• দিনাজপুর- ৮২.৭৩% জিপিএ৫- ১২০৮৬ জন
• কুমিল্লা- ৮৫.২২% জিপিএ৫- ১০২৪৫ জন
• ময়মনসিংহ- ৮০.১৩% জিপিএ৫- ৭৪৩৪ জন

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply