ক্যাম্পাস

অনলাইনে পরীক্ষা হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

অনলাইনে পরীক্ষা হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ ২য় সেমিস্টার বা স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেসকল শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা, প্রজেক্ট বা থিসিস পরীক্ষা বাকি রয়েছে তাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে একাডেমিক কাউন্সিলিং সভায় সিদ্ধান্ত হয়েছে। একাডেমিক কাউন্সিলিং-এর সদস্য অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যে সকল শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু ভাইবা, প্রজেক্ট কিংবা থিসিস জমাদানের জন্য অনার্স( স্নাতক )বা স্নাতকোত্তর (মাস্টাস) সম্পন্ন করতে পারেননি তাদের জন্য অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এক্ষেত্রে স্নাতকোত্তরে থিসিস শিক্ষার্থীরা তাদের থিসিস জমাদানের জন্য সাময়িক ভর্তি হতে পারবে।

অনলাইনে পরীক্ষা নেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এদিকে একাডেমিক কাউন্সিলিং সূত্রে জানা যায়, আগামী ১৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে অনলাইন ক্লাস শুরু হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাস যাতে ওভারলেপিং না হয় সেজন্য সকল বিভাগে ক্লাস রুটিন তৈরির মাধ্যমে ক্লাস চালু হবে।

এছাড়া জানুয়ারি-জুন সেমিস্টারে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা জুলাই-ডিসেম্বর সেমিস্টারে অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আরো জানা যায়, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে ইন্টারনেট সহায়তা প্রদান করা হবে। গ্রামীন ফোনের সঙ্গে (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি চুক্তি হয়েছে। তারা সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদেরকে ইন্টারনেট সুবিধা দেবে। Shahjalal University of Science and Technology (SUST) will take the exam online

এডুকেশন্স ইন বিডি/ ডেইলি ক্যাম্পাস

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply