ক্যারিয়ারশিক্ষা খবর

প্রাথমিক বিদ্যালয়ের মৌখিক পরীক্ষা ২০২২

প্রাথমিক বিদ্যালয়ের মৌখিক পরীক্ষা ২০২২। প্রতিটি জেলায় এই পরীক্ষা নিতে জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে থাকতেন স্ব-স্ব জেলার সর্বজন গ্রহণযোগ্য একজন শিক্ষাবিদ, বিদ্বান কিংবা বিদ্যোৎসাহী সদস্য। কিন্তু চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ রকম আর হচ্ছে না। এর পরিবর্তে নতুন যুক্ত হয়েছেন পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট। আর এদের নেতৃত্বে থাকবেন জেলা প্রশাসক। এ ক্ষেত্রে তিনি যা বলবেন তাই হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে স্বচ্ছতার স্বার্থে মৌখিক পরীক্ষার জন্য নতুন বোর্ড গঠন করা হয়েছে। বাদ পড়েছেন স্ব-স্ব জেলার বিদ্বান ব্যক্তি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশের অন্তত ৪০ জন জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বলেছেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগে গঠিত মৌখিক পরীক্ষার বোর্ডে থাকা বিদ্বান/বিদ্যোৎসাহী/অবসরপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে ব্যাপক দুর্নীতি হচ্ছে। স্থানীয় রাজনীতিকদের চাপে অনেক সময় কোর্টের পিপি কিংবা স্থানীয় রাজনীতিককে বিদ্বান/বিদ্যোৎসাহী নাম দিয়ে মৌখিক পরীক্ষা বোর্ডে নিয়োগ দিতে হয়। এতে নানা রকমের দুর্নীতি হয়। মূলত, জেলা প্রশাসকদের এমন চিঠি পেয়ে প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষক নিয়োগ কমিটি তাদের বাদ দিয়ে গত ১৮ মে তিন সদস্যের নতুন মৌখিক পরীক্ষা বোর্ড গঠন করে। এতে জেলা প্রশাসককে প্রধান করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্য সচিব এবং পিটিআই সুপারকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

 

সরকারের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘সিস্টেমের’ দিক দিয়ে মৌখিক পরীক্ষা নিতে নতুন বোর্ড গঠন ঠিক আছে। বিশেষ করে পিটিআই সুপারকে মৌখিক পরীক্ষার বোর্ডে অন্তর্ভুক্ত করায় যোগ্য প্রার্থী বাছাই করা যাবে।

 

সংশ্লিষ্টরা বলেছেন, এবার মোট তিন দফায় প্রাথমিকের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার দ্বিতীয় দফার পরীক্ষা নেয়া হয়েছে। আগামী ৩ জুন তৃতীয় দফার পরীক্ষা নেয়া হবে। এরই মধ্যে প্রথম দফায় ২২ জেলার নেয়া শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল নেয়া লিখিত পরীক্ষার ফলাফলও চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। জেলা প্রশাসকদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়া জেলাগুলোতে দ্রুত মৌখিক পরীক্ষা শুরুর প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

 

Primary School Oral Examination 2022. In each district, the Deputy Commissioner, along with the District Primary Education Officer, used to be accompanied by an educationist, scholar or scholar in their respective districts. But this is not the case in the ongoing teacher recruitment exam.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply