ভর্তি তথ্যসকল ভর্তি খবর

ম্যাটস এবং আইএইচটিতে ভর্তির আবেদন 2022

ম্যাটস এবং আইএইচটিতে ভর্তির আবেদন 2022। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। চলবে ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রিপেইড টেলিটকের মাধ্যমে ৭০০ টাকা ফি পরিশোধ করে অনলাইনে আবেদন করতে হবে। ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিয়েছে সরকার পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব বদরুন্নাহার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের আওতাধীন বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, টুংগীপাড়া, গোপালগঞ্জ ও নওগাঁয় অবস্থিত একটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে তিন বছর মেয়াদি কোর্স এবং এক বছর ইন্টার্নশিপসহ ডিপ্লোমা কোর্স এবং ১৫টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নির্দেশক্রমে অনুমোদন প্রদান করা হলো।

ভর্তির যোগ্যতা- ২০১৬ থেকে ২০২০-এ এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ প্রাপ্ত হতে হবে। জীব বিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে।

যে সকল প্রার্থী ও লেভেল বা বিদেশ থেকে পাস করেছেন তাদের ২ হাজার টাকার পে-অর্ডার জমা প্রদান করে পরিচালক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়নে কাছ থেকে ইকুভ্যালেন্স সার্টিফিকেট ও আইডির কোড সংগ্রহ করতে হবে। এটা ছাড়া ফরম পূরণ করা যাবে না। বিভাগীয় প্রার্থীরা পূর্বেই পরিচালক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের কাছ থেকে আইডি কোড সংগ্রহ করবেন।

ভর্তির নির্বাচন পদ্ধতি পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনা করে এসএমএস ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে মনোনীত ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং অপেক্ষমাণ তালিকা একইসঙ্গে প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান অধ্যক্ষের দফতর থেকে জানা যাবে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) ‌টে‌লিটক বাংলা‌দেশ থে‌কে বিস্তা‌রিত জানা যা‌বে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply