NU Notice Boardজাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকার শিক্ষার্থীপ্রতি সবচেয়ে কম খরচ করে থাকে

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি শিক্ষার্থীর পেছনে ব্যয়ের হিসাব তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তথ্য অনুয়ায়ী, প্রতি বছর সরকার শিক্ষার্থীপ্রতি সবচেয়ে কম খরচ করে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। যেখানে একজন শিক্ষার্থীর পেছনে খরচ মাত্র ১ হাজার ১৫১ টাকা। অথচ উচ্চশিক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে।

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ ৪৭তম বার্ষিক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীর মাথাপিছু ব্যয়ের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। ২০২০ সালের তথ্য নিয়ে সর্বশেষ এ প্রতিবেদন প্রস্তুত করা হয়।

 

ওই প্রতিবেদন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজ রয়েছে মোট ২ হাজার ২৫৭টি। এগুলোতে শিক্ষার্থী পৌনে ৩০ লাখ। মোট শিক্ষার্থীর মধ্যে স্নাতক সম্মানে রয়েছে প্রায় ১৫ লাখ। বাকিরা পাস কোর্সসহ অন্যান্য স্তরের। এখানে সরকার থেকে রাজস্ব খাতে কোনো বরাদ্দ দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীপিছু ব্য়য় করে থাকে নিজস্ব আয় থেকে। তবে এই নিজস্ব আয়টি হয় মূলত শিক্ষার্থীদের কাছ থেকেই নেওয়া ফির মাধ্যমে। যার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর পেছনে বছরে খরচ হয় মাত্র ১ হাজার ১৫১ টাকা।

 

যার ফলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক জরিপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলো থেকে পাস করা শিক্ষার্থীদের গুণগত মানের একটি তুলনামূলক চিত্র বোঝা যায়। গত বছর করা ওই জরিপের তথ্য বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো থেকে পাস করা শিক্ষার্থীদের ৬৬ শতাংশই বেকার থাকছেন।

 

প্রতিবেদনে আরও দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৩৭ হাজার শিক্ষার্থীর জন্য ইউজিসির প্রতিবেদনে অনুযায়ী, ২০২০ সালে শিক্ষার্থীপিছু সরকারের বার্ষিক ব্যয় ২১ হাজার ২৩৮ টাকা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখানে ইউজিসি ভুল করেছে। প্রকৃতপক্ষে ২০২০ সালে শিক্ষার্থীপিছু সরকারের বার্ষিক ব্যয় ছিল ২ লাখ ১২ হাজার টাকার মতো।

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীপিছু সরকারের বার্ষিক ব্যয় দেখানো হয়েছে ২৩ হাজার ৯৬০ টাকা। অথচ ২০১৯ সালে এ ব্যয় দেখানো হয়েছিল পৌনে দুই লাখ টাকা। Read mre old news: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের অনার্স,  ডিগ্রী ও মাস্টার্স শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিববর্ষ) উদ্যাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশব্যাপী মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযােগিতা ২০২১’ আয়ােজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রতিযােগিতায় অংশগ্রহণের লক্ষ্যে অধিভুক্ত কলেজসমূহকে বিভাগীয় ভেন্যু কলেজের অধ্যক্ষের নিকট নিম্নোক্ত ছক অনুযায়ী ইভেন্টওয়ারী নামের তালিকা, কলেজ পরিচয়পত্র ও প্রয়ােজনীয় কাগজপত্র আগামী ১৫ই নভেম্বর ২০২১ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরােধ করা হয়েছে। এর একটি অনুলিপি registrar_nu92@yahoo.com ও phy.edu.nu@gmail.com ইমেইলে প্রেরণ করতে হবে৷ প্রতিযােগিতা অনুষ্ঠানের তারিখ ও ভেন্যু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভাগীয় পর্যায়ে: ১৯/১১/২০২১ থেকে ২৪/১১/২০২১ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। চূড়ান্ত প্রতিযােগিতা: ১১/১২/২০২১ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হবে।।পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: ১২/১২/২০২১ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হবে।

প্রতিযােগিতার ইভেন্টসমূহ নিম্নরূপ:

সাংস্কৃতিক প্রতিযােগিতা: ক) রবীন্দ্র সঙ্গীত, খ) নজরুল সঙ্গীত, গ) দেশাত্মবােধক গান, ঘ) লােকগীতি, ও) বাংলা কবিতা আবৃত্তি, চ) একক বা দ্বৈত অভিনয়, ছ) নৃত্য (একক), জ) ছােট গল্প লেখা এবং ঝ) নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতা।

ক্রীড়া প্রতিযােগিতা (ছেলে ও মেয়েদের ক্ষেত্রে আলাদাভাবে প্রতিযােগিতা অনুষ্ঠিত হবে): ক) ১০০ মিটার দৌড়, খ) ৪০০ মিটার দৌড়, গ) লং জাম্প, ঘ) হাই জাম্প, ও) শর্ট পুট এবং চ) ডিসকাস থ্রো (চাকতি নিক্ষেপ)।

বিভাগীয় পর্যায়ে নিম্নবর্ণিত ৮টি কলেজ ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযােগিতা ২০২১ ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযােগিতা আয়ােজনকারী ভেন্যু কলেজকে সম্ভাব্য ব্যয় নির্বাহে সহযােগিতা দানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থােক আর্থিক অনুদান প্রদান করা হবে।

প্রতিযােগিতায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/প্রতিষ্ঠানসমূহের নিয়মিত ছাত্র-ছাত্রী হতে হবে। ১ম বর্ষ ডিগ্রী পাস, অনার্স বা মাস্টার্স/অন্যান্য কোর্সে ভর্তি হয়েও কোন ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন না পেয়ে থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রী অধ্যক্ষেও প্রত্যয়নপত্রের ভিত্তিতে প্রতিযােগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রাইভেট রেজিস্ট্রেশনধারী অনিয়মিত কোন ছাত্র-ছাত্রী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযােগিতায় অংশগ্রহণ করতে পারবে না। একজন প্রতিযােগী সর্বোচ্চ ০২(মুই)টি ইভেন্টে প্রতিযােগিতায় অংশগ্রহণ করতে পারবে।

সাংস্কৃতিক প্রতিযােগিতায় ইভেন্টভিত্তিক প্রার্থী নির্বাচনের জন্য সর্বাধিক ৩টি বিচারক প্যানেল (উদাহরণস্বরূপ নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতার জন্য ১টি, সকল প্রকার সঙ্গীতের জন্য ১টি, নূত্যের জন্য ১টি বিচারক প্যানেল) গঠন করা যেতে পারে। প্রতিটি বিচারক প্যানেলে ৩ জন সদস্য থাকবেন। কলেজ অধ্যক্ষ বা তাঁর মনােনীত প্রতিনিধি প্রতিটি বিচারক প্যানেলের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। বিভাগীয় পর্যায়ে শিল্পকলা একাডেমি থেকে ০১ জন বিশেষজ্ঞ এবং স্থানীয় পর্যায়ের ০১ জন বিশিষ্ট শিল্পী/সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিচারক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১’ সংক্রান্ত বিজ্ঞপ্তি

 

ক্রীড়া প্রতিযােগিতায় ইভেন্টভিত্তিক বিজয়ী প্রতিযােগী নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভেন্যু কলেকজের অধ্যক্ষ মহােদয় তাঁর নিজ কলেজের একজনসহ ০৩ (তিন) সদস্যবিশিষ্ট বিচারক প্যানেল নির্ধারণ করবেন। সেক্ষেত্রে একজন বিভাগীয়/জেলা ঐড়া পরিষদের মনােনীত ও অপর একজন ভেন্যু কলেজ ব্যতীত মনােনয়ন করবেন।

চূড়ান্ত সাংস্কৃতিক প্রতিযােগিতা সরকারি সংগীত কলেজ, আগারগাঁও, ঢাকায় ১১/১২/২০২১ তারিখ অনুষ্ঠিত হবে. চূড়ান্ত ক্রীড়া প্রতিযােগিতা সরকারি শারীরিক শিক্ষা কলেজ, মােহাম্মদপুর, ঢাকায় ১১/১২/২০২১ তারিখ অনুষ্ঠিত হবে।

বিভাগীয় পর্যায়ে প্রতিটি ইভেন্টে প্রতিযােগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযােগীদের পুরস্কার প্রদান করা হবে। তবে প্রত্যেক বিভাগ থেকে প্রতিটি ইভেন্টে শুধুমাত্র প্রথম স্থান অর্জনকারী প্রতিযােগীগণই চূড়ান্ত প্রতিযােগিতায় অংশ নিতে পারবে। চূড়ান্ত পর্যায়ের প্রতিযােগিতায় প্রতিটি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আঞ্চলিক কেনদ্রের পরিচালক স্ব স্ব বিভাগে অনুষ্ঠেয় মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযােগিতা ২০২১ আয়ােজনের কাজে সম্পৃক্ত থাকবেন।

মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযােগিতা ২০২১ পরিচালনার ক্ষেত্রে কোন বিষয়ে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষগণ অথবা তাঁর মনােনীত প্রতিনিধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার-এর সাথে যােগাযােগ ও পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করবেন

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply