জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ২য় বর্ষের ইংরেজি বিষয়ে সহজেই পাশ করার কৌশল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ইংরেজি বিষয়ে সহজেই পাশ করার কৌশল নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে Strategy Rules for passing National university Honours 2nd year English subject easily। অনার্স ২য় বর্ষের ইংলিশ নিয়ে যারা চিন্তায় আছেন তাদের উদ্দেশ্যে বলছি।

১) Grammar ভালো করে দেখবেন। ২০০০ সাল থেকে শুরু করে ২০১৯ সালের সব বোর্ডের গ্রামার দেখবেন।আশা করি কমন পাবেন। আর না পেলেও ধারাটা বুজতে পারবেন। নিয়মটা বুঝতে পারবেন।।২-১ টা word চেঞ্জ করে দিলেও পারবেন।

২) ইংরেজিতে অনার্স লাইফে বেশি ফেল করার কারণ হচ্ছে **অনেকে ইংরেজি গ্রামার কে প্রচুর ভয় পেয়ে poster, application, passage, composition, dialogue ইত্যাদি ANSWER করে আসে। গুরুত্ব বেশি দেয়। মনে রাখবেন অনার্স লেভেলের শিক্ষকেরা আপনার ইংরেজি গ্রামারের দক্ষতা টাই বেশি জানতে চায়। যে ছাত্র-ছাত্রী ইংরেজি গ্রামারে ভালো করতে পারে সে ইংরেজিতে ফেল করেনা। সুতরাং ইংরেজি গ্রামের দিকে মনোযোগ দিন। বাজারে বিভিন্ন ইংরেজি গাইড বই পাওয়া যায় সেগুলো কিনে আপনি প্রতিদিন চর্চা করতে থাকুন দেখবেন একসময় ইংরেজি গ্রামারে দক্ষ হয়ে উঠেছেন আর হ্যা প্রতিদিন ইংরেজি ভোকাবুলেরি / শব্দ অর্থ নিয়েও চর্চা করতে থাকুন দেখবেন এক সময় ইংরেজী নিয়ে ভয় কেটে যাবে।

৩) হাতের লেখা সুন্দর এবং দ্রুত করতে চেষ্টা করুন। কারণ ইংরেজি অনেক আইটেম কিন্তু সময় মাত্র তিন ঘন্টা।

৪) ভয় পাওয়ার কিছুই নেই। আপনি চাইলেই পারবেন। আরো দেড় মাসের বেশি সময় রয়েছে। প্রতিদিন একটা বা দুইটা করে বোর্ড প্রশ্ন বুঝে বুঝে পড়তে চেষ্টা করুন। আপনি পারবেন যেমনটা আমরা পেয়েছিলাম।

৫) ভুলেও গ্রামার গুলো মুখস্ত করবেন না, বুঝে বুঝে পড়তে চেষ্টা করুন। মনে রাখবেন হুবহু প্রশ্ন নাও আসতে পারবে কিন্তু নিয়মটা কিন্ত অবশ্যই আসবে।

আরো পড়ুন- অনার্স ২য় বর্ষের ইংরেজি প্রশ্ন এবং উত্তর

অনার্স ২য় বর্ষের ইংরেজি সাজেশন এবং সিলেবাস

লিখেছেন- ফয়সাল (ইরফান)
সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ ।
বিএসসি (অনার্স) প্রাণিবিদ্যা

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply