জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

জিপিএর ভিত্তিতেই স্নাতকে ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জিপিএর ভিত্তিতেই স্নাতকে ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ভর্তি কমিটির সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগির বসবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে আলোচনা করে ভর্তির আবেদনের শুরুর তারিখসহ ভর্তি প্রক্রিয়ার সংশ্লিষ্ট বিষয়গুলো নির্ধারণ করা হবে।এবারও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রাপ্ত জিপিএর ভিত্তিতেই স্নাতকে শিক্ষার্থী ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন কলেজ।

 

তবে কখন থেকে ২০২০-২১ সালের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানতে চাইলে আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, যেহেতু উচ্চমাধ্যমিকের ফল হয়েছে তাই ভর্তি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। শিগগির এই ভর্তি কমিটির সঙ্গে বসে ভর্তি প্রক্রিয়ার নানান বিষয় নিয়ে আলোচনা করা হবে।

 

কবে ভর্তি আবেদন শুরু হবে পারে— এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একাই এ সিদ্ধান্ত দিতে পারি না কিংবা বলতে পারি না। শিগগির ভর্তি কমিটির সঙ্গে বসে আলোচনা করে সেটি বলা যাবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/স্নাতক কারিগরি/সমমান পর্যায়ে আসন সংখ্যা ১০ লাখ ৯৩ হাজার ৮১১টি। আর এসব আসনের বিপরীতে ভর্তিকৃত শিক্ষার্থী ছিল ৮ লাখা ৭১ হাজার ৩৮২ জন, অন্যদিকে আসন শূন্য ছিল ২৪ হাজার ৬৯৪টি।

 

তিনি আরও জানান, এবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে পরীক্ষা নেওয়া হবে না। অন্যান্যবার যে প্রক্রিয়ার ভর্তি নেওয়া হয়েছে এবারও সেটি অনুসরণ করা হবে।

 

The national university will take admission in graduation on the basis of GPA. It is learned that the national university authorities will soon sit down to take a decision in this regard with the concerned admission committee of the university. There will be a discussion and the related issues related to the admission process, including the start date of admission application, will be determined. This time also, on the basis of the GPA obtained in secondary and higher secondary, students will be admitted in graduation under the national university in different colleges of the country.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply