পরীক্ষা খবরপ্রশ্ন সমাধান

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপের প্রশ্নের সমাধান ২০১৯

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপের প্রশ্নের সমাধান ২০১৯। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান। প্রাথমিক শিক্ষক নিয়োগ চতুর্থ ধাপের পরীক্ষার সকল সেট প্রশ্নের সমাধান দেখুন এখানে ।

প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের সর্বশেষ পরীক্ষা আজ শেষ হয়েছে। শুক্রবার ২৮ জুন সকাল ১০ঃ৩০ টায় শুরু হয় এই পরীক্ষা। ১ ঘন্টা পরীক্ষা শেষে ১১ঃ৩০ টায় পরীক্ষা শেষ হয়। এটিই ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা।

আরো পড়ুন – প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল ২০১৯

এখানে আপনাদের সামনে তুলে ধরব প্রাথমিক শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপের বিভিন্ন সেটের প্রশ্নের সমাধান । প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান দেখুন এখানেই।

আরো দেখুন-

• প্রাথমিক শিক্ষক নিয়োগের ১ম ধাপের পরীক্ষার প্রশ্নের সমাধান ২০১৯
প্রাথমিক শিক্ষক নিয়োগের ২য় ধাপের পরীক্ষার প্রশ্নের সমাধান ২০১৯
প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষার প্রশ্নের সমাধান ২০১৯ 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলাভিত্তিক বিভিন্ন সেটের প্রশ্নপত্রে হয়ে থাকে। একাধিক সেই অনুযায়ী বিভিন্ন জেলায় পরীক্ষা সম্পন্ন হয়ে থাকে৷ এখানে আপনাদের সামনে বিভিন্ন সেটের প্রশ্নপত্রের আপডেট তুলে ধরব।

বিদ্রঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের প্রশ্নের সমাধানের কাজ চলছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের পরীক্ষার প্রশ্নের সকল সেট প্রশ্নের সমাধান পেতে এই লিংকে চোখ রাখুন ।

প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ৪র্থ ধাপের পরীক্ষার প্রশ্ন সেট ৮৪৩৩

শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপের প্রশ্নের সমাধান

প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ৪র্থ ধাপের পরীক্ষার প্রশ্ন সেট ১৭১২

শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপের প্রশ্নের সমাধান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপের পরীক্ষার প্রশ্ন সেট ৫১২৪

শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপের প্রশ্নের সমাধান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপের প্রশ্নে সেট ৪০২১   

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপের প্রশ্নের সমাধান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ ধাপের বাংলা অংশের সমাধান

কোড 4021 এবং 3918

০১| সমজাতীয় একাধিক পদ পরস্পর থাকলে কোন বিরামচিহ্ন বসে?
উত্তর→কমা বসে
(যেমন সুখ,দুঃখ,আশা,নৈরাশ্য)

০২| সংলাপ এর সঠিক সন্ধি বিচ্ছেদ?
উত্তর→সম্+লাপ
তেমনি সম্+বাদ=সংবাদ

০৩| “আকাশে”চাঁদ উঠেছে “আকাশে”কোন কারকে কোন বিভক্তি?
উত্তর→অধিকরণে ৭মী
(আকাশের যে কোন এক জায়গায়)

০৪| তার টাকা আছে কিন্তু দান করেন না।কোন ধরনের বাক্য?
উত্তর→যৌগিক বাক্য
(কিন্তু,সুতরাং,এবং ইত্যাদি যৌগিক অব্যয়)

০৫| “কাজলকালো”এর সঠিক ব্যাসবাক্য কী?
উত্তর→কাজলের ন্যায় কালো।
(উপমান কর্মধারয় সমাস কারণ কাজল বিশেষ্য কালো বিশেষণ)

০৬| জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে কী বলে?
উত্তর→সম্মুখ স্বরধ্বনি

০৭| বিনা যত্নে উৎপন্ন হয় যা”এক কথায়?
উত্তর→অযত্নসম্ভূত

০৮| তালব্য বর্ণ কোনগুলো?
উত্তর→চ,ছ,জ,ঝ(প্রশ্ন অস্পষ্ট)

০৯| মাছের মায়ের পুত্র শোক কী?
উত্তর→মিথ্যা শোক

১০| কোন বানানটি সঠিক?
উত্তর→কনিষ্ঠ
সমাধান→রমজান

১১| মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কোন ক্রিয়ার উদাহরণ?
উত্তর→প্রযোজক ক্রিয়ার

১২| “ঢেউ”এর প্রতিশব্দ কী?
উত্তর→ঊর্মি

১৩| “একেই কি বলে সভ্যতা” কার রচনা?
উত্তর→মাইকেল মধুসূদনের

১৪| কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
উত্তর→ইতি
(অব,অতি,পরি সংস্কৃত)

১৫| কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
উত্তর→চালবাজ(ফারসি বাজ প্রত্যয়)
(কলমবাজ,ধান্দাবাজ ধোঁকাবাজ ইত্যাদি)

১৬| নদীটি উত্তরমুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর→দিক অর্থে

১৭| কোনটি সঠিক বানান?
উত্তর→সৌজন্য
(সৌজন্যতা প্রত্যয় জনিত ভুল)

১৮| শুদ্ধ বাক্য কোনটি?
উত্তর→তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি

১৯| কোনটি তদ্ভব শব্দ?
উত্তর→চাঁদ—–চন্দ্র>চাঁদ
(চন্দ্র, সূর্য,গগন,ভবন,পবিত্র তৎসম)

২০| কোন বানানটি সঠিক?
উত্তর→রীতিনীতি

(সমাধান কোড 3918)

০১| কোন বানানটি সঠিক?
উত্তর→যথোচিত
(যথোচিত অর্থ যথেষ্ঠ বা উপর্যুক্ত)

০২| ইট-পাথরের দালান,এখানে “ইট-পাথরের” কোন কারকে কোন বিভক্তি?
উত্তর→করণে ৭মী

০৩| ছেড়া চুলে খোপা বাঁধা”মানে?
উত্তর→বৃথা চেষ্টা

০৪| ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি?
উত্তর→কৃপণ
(যে অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করে- ব্যয় কুণ্ঠ)

০৫| উপকূল কোন সমাস?
উত্তর→অব্যয়ীভাব সমাস
(কূলের সদৃশ=উপকূল)

০৬| কোন বানানটি সঠিক?
উত্তর→অভ্যন্তরীণ

০৭| উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিকে কী বলে?
উত্তর→ওষ্ঠ ধ্বনি

০৮| “চিকুর”শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
উত্তর→কর

০৯| নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
উত্তর→খণ্ডিত(খণ্ড+ইত)

১০| সৈয়দ শামসুল হকের নাটক কোনটি?
উত্তর→পায়ের আওয়াজ পাওয়া যায়
(এটি কাব্যনাট্য-১৯৭৫)

১১| কোন বানানটি সঠিক?
উত্তর→গৃহিনী

১২| বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
উত্তর→নিমরাজি(ফারসি উপসর্গ)

১৩| কোনটি তৎসম শব্দ?
উত্তর→লক্ষ্য

১৪| কোন বাক্যটি শুদ্ধ?
উত্তর→তাহার জীবন সংশয়াপূর্ণ

১৫| এত অল্প টাকায় মাস চলবে না এখানে চলা কোন অর্থে ব্যবহৃত?
উত্তর→সংকুলান হওয়া

১৬| নাসিক্য বর্ণ কোনগুলো?
উত্তর→ঙ,ঞ,ণ

১৭| সমাসবদ্ধ পদ বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্ন বসে?
উত্তর→হাইফেন
(মা-বাবা,সাত-সতের)

২০| বাবুল পড়ে”এ বাক্যে পড়ে কোর ক্রিয়া?
উত্তর→অসমাপিকা ক্রিয়া

প্রাইমারি পরীক্ষার সাধারণ জ্ঞান,কম্পিউটার ও বিজ্ঞান অংশের সমাধান

উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা যায়
—-বিদ্যুৎ
.
ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন
—-নবাব আব্দুল গণি
.
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে
—-২৬ জুন ২০০০ সালে
.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত
—-৫:৩
.
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি
—-ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
.
বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়
—-প্রথম ৪ চরণ
.
অপটিক্যাল ফাইবার হলো
—–সরু কাচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়
.
বিশ্বে প্রথম কম্পিউটারের নাম হলো
—- ENIAC
.
কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত
—-নেদারল্যান্ড
.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়
—-১৬ ডিসেম্বর,১৯৭২
.
ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে
—-বাংলা ১১৭৬ সনে
.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে annihilate these demons শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন
—-কামরুল হাসান
.
IMF পূর্ণরূপ কি
—-International Monetary Fund
.
নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে
—-সৌর প্যানেল
.
এসিডের একটি ধর্ম হলো
——এটি নীল লিটমাস পেপারকে লাল করে।
.
কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে
—– ব্যাসিলাস (এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়।ধনুষ্টঙ্কার ,রক্ত আমাশাও সৃষ্টি করে )
.
নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো
—-বায়ু,পানি ও সূর্যের আলো
.
কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পর্কৃত
—–হার্ট
.
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি
—–ইউনিয়ন
.

He was taken to task. অর্থ?

উত্তরঃ তাকে তিরস্কার করা হয়েছিল

৫. ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

উত্তরঃ ৪ জন

৬. যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে?

উত্তরঃ মহাপ্রাণ

৭.The Principal had an inquiry —-the case.

উত্তরঃ into

৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি?

উত্তরঃ জর্জ ওয়াশিংটন

৯.

১০.শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে?–

১১.

১২.`অনুচিত শব্দটি কোন সমাস?–

১৩. কোনটি সঠিক?

উত্তরঃ Paper is made from wood

১৪. কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ Occasion

১৫.‘ আজকে নগদ কালকে ধার’ এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি?–

১৬.

১৭.‘দীর্ঘস্থায়ী দুঃখ’ কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?–২২. Which sentence is with correct punctuation?

উত্তরঃ Maria, my student, is on leave today.

২৩. I suggest that he—-there.

উত্তরঃ goes

২৪.পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত–

২৫.

২৬. look forward means?

উত্তরঃ Expect with eager

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের পরীক্ষার সমাধান সেট ১৭১২

১. যা আঘাত পায়নি- এর বাক্য সংকোচন?

উত্তরঃ অনাহত

২. কোনটি শুদ্ধ বাক্য?

উত্তরঃ আমার কথাই প্রামাণিত হলো।

৩. কোন বানানটি অশুদ্ধ?–

উত্তরঃ মনকষ্ট ( সঠিক মনঃকষ্ট)

৪. He was taken to task. অর্থ?

উত্তরঃ তাকে তিরস্কার করা হয়েছিল

৫. ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

উত্তরঃ ৪ জন

৬. যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সে  ব্যঞ্জনগুলোকে বলে?

উত্তরঃ মহাপ্রাণ

৭.The Principal had an inquiry —-the case.

উত্তরঃ  into

৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি?

উত্তরঃ জর্জ ওয়াশিংটন

৯.

১০.শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে?–

১১.

১২.`অনুচিত শব্দটি কোন সমাস?–

১৩. কোনটি সঠিক?

উত্তরঃ Paper is made from wood

১৪. কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ Occasion

১৫.‘ আজকে নগদ কালকে ধার’ এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি?–

১৬.

১৭.‘দীর্ঘস্থায়ী দুঃখ’ কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?–

উত্তরঃ রাবণের চিতা

২০.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?–১৩৬ তম

২১.`একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন’- কোন ধরনের বাক্য—

২২. Which sentence is with correct punctuation?

উত্তরঃ Maria, my student, is on leave today.

২৩. I suggest that he—-there.

উত্তরঃ   goes

২৪.‘পাঠক’ শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত– সংস্কৃত

২৫.বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?-১৯৮০ সালে রংপুর জেলায়

২৬. look forward means?

উত্তরঃ Expect with eager

২৭.গাছের প্রাণ আছে- কে প্রমাণ করেন?–  জগদীশচন্দ্র বসু

২৮.

২৯.বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?— বরেন্দ্র জাদুঘর

৩০.কোন বানানটি শুদ্ধ?– Grievance

৩১. Kamal said to me, what is your name? Indirect narration

উত্তরঃ Kamal asked me what my name was.

৩২.

৩৩.

৩৪.

৩৫.

৩৬.

৩৭.‘গরু ঘাস খায়’- এখানে ‘খায়’ কোন কালের উদাহরণ?—সাধারণ বর্তমান

৩৯.

৪০.

৪১.

৪২.

৪৩.উয়ারী- বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল?– আড়াই হাজার বছর আগে

৪৪.‘বিচ্ছিন্ন’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?—বি+ছিন্ন

৪৫.

৪৬. দুটি পরস্পর পূরক কোণ এর মধ্যে একটির মান ৩৫  ডিগ্রি হলে অপর টির মান কত?–

৪৭. মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?–১৯৯৬ সালের ২২  মার্চ

৪৮.

৪৯. ‘ বারোভূঁইয়া’ কাদের বলা হত?–বড় বড়  স্বাধীন জমিদার

৫০.

৫১.

৫২.‘শুদ্ধ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?–কোনোটিই নয়

৫৩.

৫৪.

৫৫.

৫৬.

৫৭. ওষ্ঠ বর্ণ কোনগুলো?— প,ফ,ব,ভ,ম

৫৮.

৫৯.‘নামাজ, রোজা’ কোন দেশি শব্দ?—ফারসি শব্দ

৬০.বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?– ৩ প্রকার

৬১.

৬৩.

৬৩.

৬৪.জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য?–  বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ

৬৫.এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?–  ইয়াংসিকিয়াং

৬৬.১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন? —সাধারণ পরিষদে

৬৭.‘কর্মভোগ এড়ানো যায় না’ এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করে?–কৃতকর্ম

৬৮. কোনটি সঠিক বানান?– ঔজ্জ্বল্য

৬৯.

৭০.`Stop Genocide’চলচ্চিত্রের পরিচালক কে?— জহির রায়হান

৭১.

৭২. পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়?– দিন ও রাত হয়

৭৩.কোন বানানটি শুদ্ধ?– দূরীভূত

৭৪.

৭৫.মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয়?– হায়ারোগ্লিফিক

৭৬.

৭৭. ‘মহেঞ্জোদারো’ কথার অর্থ কি–মরা মানুষের ঢিবি

৭৮. ‘মহারাজাধিরাজ’ পদবী কারা গ্রহন করেন—

৭৯.

৮০.

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের পরীক্ষার সমাধান সেট ২৫৯৪

Below of 21 June Exam Question Solved

১. Which one is plural?

উ. গ. None of these

২. Looks before you leap.

উ. খ. ভাবিয়া করিও কাজ

৩. মৌলিক স্বরধ্বনি কয়টি?

উ. গ. ৭ টি

৪. ২৪৫০ সংখ্যাটিকে  কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

উ. ক. ২

৫.  এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বইয়ের ঘণ্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাপথের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?

উ.

৬. 0.4*0.02*0.08=?

উ. ক. 0.00064

৭. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

উ. খ. ভাই বোন

৮.‘  choose the correctly spelt word?

উ. খ. voluntary

৯. চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে?

উ. গ. সম্ভাব্যতা

১০. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে-  বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উ. গ. কর্মে সপ্তমী

১১. 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10 হাজার টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?

উ.

১২.

উ.

১৩.পক্ষী’ শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত?

উ. ক. ক+ষ

১৪.‘রাতুল’ শব্দের অর্থ কি?

উ. ক. লাল

১৫. শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?

উ. ঘ. ত্রিভুজ

১৬. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

উ. ক. 5

১৭. ‘সূর্য উঠলে আধার দূরীভূত হয়’ এখানে উঠলে কোন ক্রিয়া পদ?

উ. গ. অসমাপিকা

১৮. একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল আজকে আবার 25% কমে গেল প্রকৃত বাড়া  অথবা কমার হার কত?

উ. গ. ৬.২৫

১৯.‘ পরাজয়ের’- শব্দটিতে কোনটি উপসর্গ?

উ. ঘ. পরা

২০.কচুরিপানা পানিতে ভাসে কেন?

উ.  ক.কান্ড ফাপা বলে

২১. ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

উ. ক. ইসলাম খান

২২. সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?

উ. ঘ. ৮  টি

২৩. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?

উ. খ. 2 ফেব্রুয়ারি

২৪. I cannot—— to pay  such high prices.

উ. খ. afford

২৫. কোনটি যৌগিক বাক্য?

উ. ক. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো

২৬. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল, সঠিক ইংরেজি কি?

উ. খ. The authority took him to task

২৭.‘ উগ্র’ শব্দটির  বিপরীতার্থক কোনটি?

উ. ক. সৌম্য

২৮. The ambassador called ——- the president.

উ. উ. গ. on

২৯. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

উ. খ. ক্যাপ্টেন এম মনসুর আলী

৩০. What is the adjective of the word heart?

উ. গ. Heartening

৩১. The synoym of “strigent” is

উ.  ক. Rigorous

৩২. যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পায় তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?

উ.

৩৩. All of the people at the conference are —

উ. খ. Mathematics teacher

৩৪. Choose the correct sentence

উ.

৩৫. মৎস্যন্যায় কোন শাসনামলে দেখা দেয়

উ. গ. পাল শাসনামলে

৩৬. কোন মানুষ একা বাস করতে পারে না সঠিক ইংরেজি কি

উ. ঘ. No man can live alone

৩৭. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়

উ. গ. ২ জন

৩৮. Frequency is

উ. ঘ. Noun

৩৯. শশ  ব্যস্ত  কোন সমাস?

উ. গ. কর্মধারয়

৪০. The correct spelling is

উ. গ. Bureaucrat

৪১. কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়?

উ. ক. 1526

৪২. কত মেগাবাইট 1 গিগাবাইট?

উ.

৪৩. বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?

উ. গ. আকাঙ্ক্ষা

৪৪. 2,3,5.8.13.21.34 — ধারাটির পরের সংখ্যাটি কত?

উ. খ.   55

৪৫.1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়

উ. ক. 167

৪৬. 5 টি বিড়াল 5 ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায় 100 টি বিড়াল 100 টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে

উ.

৪৭. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27,40 ও  65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 ও 5 ভাগশেষ থাকবে

উ.

৪৮.

উ.

৪৯. ভাজক ভাগফল এর ১০ গুন, ভাগ ০.৫  হলে ভাজ্য কত?

উ.

৫০. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?

উ.

৫১. স্থূলকোণী ত্রিভুজ এর  স্থূলকোণের সংখ্যা-

উ. গ. ১ টি

৫২.‘তিলে তৈল হয়’ -কোন কারকে কোন বিভক্তি?

উ. খ. অপাদান কারকে সপ্তমী

৫৩.ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

উ. খ. বাঙালি জাতীয়তাবাদ

৫৪. কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন?

উ. গ. টিক্কা খান

৫৫.বাংলাদেশের কোন নৃ- গোষ্ঠীর  জাতির ভাষার নাম অচিক খুসিক

উ. গ. গারো

৫৬. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি

উ. ক. 13:12: 5

৫৭. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?

উ. ঘ. আমি সাক্ষ্য দিয়েছি

৫৮. 6 ফুট দীর্ঘ বাঁশের 6 ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা গাছের উচ্চতা কত ফুট

উ.

৫৯.অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে?

উ. খ. শেখ মুজিবুর রহমান

৬০.কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী

উ. খ. শ্রীলংকা

৬১. শুদ্ধ বাক্য কোনটি?

উ. ঘ. তুমি, আমি, ও শফিক সিনেমা দেখতে যাব

৬২. কোনগুলো ওষ্ঠ ধ্বনি?

উ. খ) প, ফ, ভ, ভ,ম

৬৩. The lady prides herself — her beauty

উ. গ. in

৬৪. একটি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত?

উ.

৬৫. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?

উ. গ. লন্ডন

৬৬.‘সর্বজন’- এর বিশেষণ কি?

উ. গ. সর্বজনী

৬৭.৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর।কাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর ।তাদের বাবার বয়স কত?

উ.

৬৮. Dog days means

উ. Hot weather

৬৯. At least one of the students —— full marks every time

উ. খ. gets

৭০. The synonym of sanguine is

উ. ঘ. Cheerful

৭১. কত সালে পান্ডুলিপি বিহীন এবং অলিখিত কোন বিষয় কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকা ভুক্ত করেন

উ. ক. 2016

৭২. Counsel means

উ. ঘ. Advice

৭৩. Ambiguous means

ক. Large

খ. increase

গ. Unclear

ঘ. Eager

উ.

৭৪. বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন?

উ. ক. ইখতিয়ার  উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী

৭৫. AFTER- BEFORE

ক. present: past

খ. successor: predecessor

গ. First: second

ঘ. Contemporary: historic

উ.

৭৬.নিচের কোনটি প্রবাল দ্বীপ

উ. গ. সেন্ট মার্টিন

৭৭. সাপের বিষে কি থাকে

উ. গ. জিংক সালফােইড

৭৮.কোন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য নিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হত। ক্রয় মূল্য কত?

উ.

৭৯. সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

উ. ক. সম+ বিধান

৮০. কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?

উত্তরঃ 1990 সালের 26 শে আগস্ট

কুড়িগ্রাম জেলার ৪র্থ ধাপে প্রাইমারি প্রশ্নের সকল সেটের উত্তর:

১। বাংলাদেশে কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়?

১৯৯৭

২। ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ঃ৭ হবে?

৮০

৩। পুত্রজায়া হলো?

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী

৪। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?

সম্মুখ স্বরধ্বনি

৫। Kamal did not join the army, here the word army is?

A collective noun

৬। A burning means?

An important question

৭। কাজলকালো এর সঠিক বাস ব্যাক্য কোনটি?

কাজলের ন্যায় কালো

৮। রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি?

গোল পাতা

৯। আকাশে চাঁদ উঠেছে এখানে ‘ আকাশে ‘ কোন কারকে কোন বিভক্তি?

অধিকরণে সপ্তমী

১০৷ পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মিধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়?

অভিকর্ষ

১১। কোন বানান টি শুদ্ধ?

parallel

১২। কোনটি তদ্ভব শব্দ?

চাঁদ

১৩। সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

সম্ + লাপ

১৪। কোন দেশটি Schengen ভুক্ত নয়?

ব্রিটেন

১৫। কোন বানান টি শুদ্ধ?

কনিষ্ঠ

১৬। The child cried for.. Mother?

Its

১৭। Synonym for ‘ Magnificent ‘?

Splendid

১৮। What is the noun of ‘ deny’?

Denial

১৯। He addressed Mr Rahman and wished him good Morning বাক্যটির Direct speech হবে?

He said Good morning, mr Rahman

২০। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ১০% লাভ হত৷ দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?

২০০ টাকা

২১। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?

ঢাকায়

২২। Which one is always used as singular?

Bread

২৩। মনির ও তপনের আয়ের অনুপাত ৪ ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ঃ৪। মনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় কত?

৭২ টাকা

২৪। বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে?

১০৬৪৮,(১০৬৮০)

২৫। Let the book be read by you বাক্যের Active form?

Read the book

২৬। a= √3 + √2 হলে a3 +3a + 3a -1 + a-3 এর মান কত?

18√2

২৭। একেই বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে?

মাইকেল মধুসূদন দত্ত

২৮।কোন বাবানান টি শুদ্ধ?

রীতিনীতি

২৯। কোন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়?

ভিটামিন এ

৩০৷ I… him only one letter up to now?

Have sent

৩১। জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

নিউইয়র্ক

৩২। Karim as well as rahim.. Praise?

Deserves

৩৩। বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?

চট্টগ্রাম

৩৪। ১০২৪ এর বর্গমূল কত?

৩২

৩৫। Ensure means?

Make certaun

৩৬। গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই এ বাক্যে মাছের মায়ের পুত্রশোক কোন অর্থে ব্যাবহৃত হয়েছে?

মিথ্যাশোক

৩৭।৮০,৯৬,..১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে?

১১২

৩৮। কোন শব্দটি বিদেশী প্রত্যয় ব্যাবহৃত হয়েছে?

চালবাজ

৩৯।কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

ইতি

৪০। তালব্য বর্ণ কোনগুলি?

ই,জ,ঞ,য়

৪১। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্য নোবেল পুরষ্কার পান?

৫২

৪২। ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে। ১ম তিনটির যোগফল ২৭ হলে শেষ ৩ টির যোগফল কত?

৩৬

৪৩। কোনটি Present perfect tense?

I have had the news

৪৪। The Study of Religion is..

Theology

৪৫। একটি সংখ্যার বর্গ তার বর্গমালের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?

৪৬। x+1/x = 2 হয় তাহলে x এর মান কত?

৪৭। ঢেউ এর প্রতিশব্দ কোনটি?

বীচি

৪৮। কোনটি সঠিক বানান?

সৌজন্য

৪৯। SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে?

২০৩০

৫০। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে?

৮ সেপ্টেম্বর

৫১। নদীটি উত্তরমুখে প্রবাহিত – এখানে মুঝ কোন অর্থ প্রকাশ করে?

দিক

৫২। Bottom line means?

The essential point

৫৩। পোড়ামাটি নীতি কোব বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?

পাকিস্তান সেনাবাহিনী

৫৪। কোন বানানটি শুদ্ধ?

Remittance

৫৫। দুটি কোণের পরিমাওএর যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর?

সম্পূরক কোণ

৫৬। শামীমের আয় ও ব্যায়ের অনুপাত ২০ঃ ১৫ হলে তার নাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

২৫%

৫৭। ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ঃ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ঃ২ হবে?

৬০

৫৮। At home এর অর্থ হচ্ছে?

Familiar with

৫৯। বিনা যত্নে উৎপন্ন হয় যা এর বাক্যে সংকোচন কি?

অযত্নস্ত্বত

৬০। Black and blue অর কী?

উত্তম মধ্যম

৬১। Log82= কত?

১/৩

৬২। তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না কোব ধরনের বাক্যে?

যৌগিক

৬৩। কোনটি শুদ্ধ বাক্য?

তার সৌজন্যে আমি আমি সুযোগটি পেয়েছি

৬৪। একটি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মি.লি। ২৪ টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?

৮.৪

৬৫। I would like.. Information, please?

Some

৬৬। ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর?

গঙ্গা

৬৭। দুটি লাইন একে অন্যের সাথে ২ মিটার দূরে সমান্তরালভাবে চকে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে ?

কখনই নয়

৬৮। x^ – 3x -2 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?

৬৯। দুটি সংখ্যার গ. সা.গু ও ল. সা. গু যথাক্রমে ১২ ও ১৬০। একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?

২৪

৭০। ২+৪+৮+১৬+…. এই ধারাটির কততম পদের মান ১২৮?

৭১।বস্তুর ভর ভূপৃষ্টে বা ভূ পৃষ্ঠের উলরে অবস্থানের পরিবর্ত এর সাথে?

পরিবর্তিত হয়

৭২। Which one is Reflexive pronoun?

Myself

৭৩। বাংলাদেশ সরকার ব্যাবস্থা কোম ধরনের?

মন্ত্রিপরিষদ শাসিত

৭৪। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোব বিরামচিহ্ন বসে?

কমা

৭৫। ৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে?

৪০০

৭৬। ১৯৭১ সালের ৭ ই মার্চ বঙ্গবন্ধু কোথা ভাষণ দিয়েছিলেন?

ঢাকার রেসকোর্স ময়দানে

৭৭। আন্তর্জাতিক ধান গবেষণা ইনিস্টিটিউট কোন দেশে অবস্থিত?

ফিলিফাইন

৭৮। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়?

১৯৭১ সালের ১০ এপ্রিল

৭৯। রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?

ভিটামিন ডি

৮০। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপের প্রশ্নের সমাধান সেট ২৮১৫

১. Kamal did not join the army , here the word army is–

২.  The study of religion is– Theology

৩. কোনটি সঠিক বানান- সৌজন্যে

৪. শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?–

৫. 535 টাকায় একটি জামা বিক্রি করে শতকরা 60 ভাগ লাভ হয় জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে–

৬. 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3 । ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে—

৭. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কি বলে-সম্মুখ স্বরধ্বনি

৮.  Which one is reflexive pronoun—

৯. গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই , এ বাক্যে মাছের মায়ের পুত্রশোক কোন অর্থে ব্যবহৃত হয়েছে-মিথ্যা শোক

১০. বিনা যত্নে উৎপন্ন হয় যা -এর বাক্য সংকোচন কি–অযত্নজাত

১১. বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে–

১২.

১৩. কোনটি তদ্ভব শব্দ- চাঁদ

১৪. আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি-

১৫. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে-সেমিকোলন

১৬. 1024 এর বর্গমূল কত-

১৭. কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি- কাজলের ন্যায় কালো

১৮. মনির ও বোনেরা এর অনুপাত 4ঃ3  । তপন রবিনের আই এর অনুপাত 5ঃ4 । মনিরের আয়ের 120 টাকা হলে রবিনের আয় কত-

১৯. মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া–প্রযোজক

২০. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত-নিউইয়র্ক -নিউইয়র্ক

২১. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে-চট্টগ্রাম

২২.  বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত-ঢাকায়

২৩. পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল-পাকিস্তান সেনাবাহিনী

২৪. Karim as well as rahim –praise–

২৫. কোনটি শুদ্ধ বাক্য-তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি

২৬.  Ensure means–

২৭. সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি- সম+ লাপ

২৮. I — him only one letter up to now—

২৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান— 52 বস

৩০. The child cried for — mother–

৩১. Which one is always used as singular–

৩২. 2+4+8+16+ ——- এই ধারাটির কত তম পদের মান 128 ?—

৩৩. Let the book be read by you “  বাক্যের active form হচ্ছে–

৩৪.

৩৫.

৩৬.

৩৭.

৩৯. কোন বানানটি শুদ্ধ-রীতিনীতি

৪০. At home  এর অর্থ হচ্ছে–

৪১. পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়- মধ্যাকর্ষ

৪২. বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়–1997

৪৩. কোন বানানটি শুদ্ধ-কনিষ্ঠ

৪৪.

৪৫. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-

৪৬. Black and blue অর্থ কি –

৪৭. দুইটি কোণের পরিমাপ এর যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর-

৪৮.

৪৯. দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 160 । একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত-

৫০.

৫১.  80, 96—–128 শূন্যস্থানে সংখ্যাটি কত হবে-

৫২. নদী-টি উত্তর মুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে- দিক

৫৩. 1971 সালের 7 ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন- ঢাকার রেসকোর্স ময়দান

৫৪. পুত্রজায়া হল- মালেশিয়ার প্রশাসনিক রাজধানী

৫৫.কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়- ভিটামিন এ

৫৬. 6 টি পরস্পর পূর্ণ সংখ্যা দেয়া আছে প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত-

৫৭.কোনটি খাঁটি বাংলা উপসর্গ- আব

৫৮.

৫৯. একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে-  মাইকেল মধুসূদন দত্ত

৬০. রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি-আকর্ষী

৬১. কোন  শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে-

৬২. তালব্য বর্ণ কোনগুলো-

৬৩. Synonym for magnificance- Splendid

৬৪. লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে । তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে–

৬৫. রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়- ভিটামিন ডি

৬৬. ঢেউ এর প্রতিশব্দ কোনটি- বীচি

৬৭. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে 20% ক্ষতি হলো এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো দ্রব্যটির ক্রয়মূল্য কত–

৬৮. Black and blue অর্থ কি–

৬৯. কোন বানানটি শুদ্ধ-

৭০. কোনটি present perfect tense  এর উদাহরণ- I have heard the news

৭১. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত- ফিলিপাইন

৭২.  ‍ A burning question means–  An important question

৭৩. Bottom line means– The essential point

৭৪.বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের- মন্ত্রিপরিষদ শাসিত

৭৫. He addressed Mr . Rahman and wished him good  morning বাক্যটির direct speech হবে-

৭৬. ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর-গঙ্গা নদী

৭৭. SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে- 2030 সালে

৭৮. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি-

৭৯.  তার টাকা আছে কিন্তু দান করেন না কোন ধরনের বাক্য-যৌগিক

৮০.বস্তুর ভর ভূপৃষ্ঠে  বা ভূ-পৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের  কারণে- পরিবর্তিত হয়

প্রাথমিক শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের প্রশ্নের সমাধানের কাজ চলছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের পরীক্ষার প্রশ্নের সকল সেট প্রশ্নের সমাধান পেতে এই লিংকে চোখ রাখুন।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপের প্রশ্নের সমাধান ২০১৯। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান। প্রাথমিক শিক্ষক নিয়োগ চতুর্থ ধাপের পরীক্ষার সকল সেট প্রশ্নের সমাধান।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply