জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

অনার্স ২য় বর্ষের সাজেশন 2022 বিষয়: মধ্যযুগের কবিতা

অনার্স ২য় বর্ষের সাজেশন 2022 বিষয়: মধ্যযুগের কবিতা। অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটি সাজেশন প্রস্তুত করেছি। আমরা আশা করি এই সাজেশনটি দুর্বল শিক্ষার্থীদের খুব সাহায্য করবে। বাংলাদেশের এনইউ অনার্স শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য বিশেষভাবে এই সাজেশনটি লেখা হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ সাজেশন। সাজেশনটি হুবহু অনুসরণ করলে 90% থেকে 100% কমন পড়বে।

 

ব্যতিক্রম সাজেশন ঢাকার অভিজাত কলেজ, ঢাকার বাইরে স্বনামধন্য কলেজ এবং গুরুত্বপূর্ণ কোচিং সেন্টারের সাজেশন। বিগত বছরের প্রশ্নপত্র ও টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে প্রণীত হওয়ায় প্রশ্ন কম অথচ কমন পড়ে বেশি। আর এরই আলোকে আমাদের সাজেশনটি তৈরি।আপনি খুব সহজে এখান থেকে অনার্স প্রথম বর্ষ সহ সকল বাসের সাজেশন ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটটি। একটি নির্ভরযোগ্য সাজেশন ছাড়াও পাবেন মডেল টেস্ট এর প্রশ্নপত্র যার সাহায্যে আপনি খুব সহজেই নিজেকে যাচাই করে নিতে পারবেন।

 

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

অনার্স ২য় বর্ষের সাজেশন 2022 বিষয়: মধ্যযুগের কবিতা

সংক্ষিপ্ত প্রশ্ন:

১. ফুল্লরার বারোমাস্যার পরিচয় দাও।

২. মুকুন্দরামকে দুঃখবাদী কবি বলা হয় কেনাে?

৩. কালকেতুর বিবাহের বর্ণনা দাও।

৪. কালকেতুর ভোজনের বিবরণ দাও।

৫. ভাড়ুদত্তের পরিচয় দাও।

৬. বিধাতা করিল মােরে দরিদ্রের কান্তা/ চারি প্রহর করি সেই উদারের চিন্তা।- কে, কোন প্রেক্ষাপটে বলেছে?

৭. পিপিড়ার পাখাউড়ে মরিবার তরে, কাহার ঘােড়শী কন্যা আনিয়াছাে ঘরে- ব্যাখ্যা কর।

৮. শ্বশুর ননদী নাহি, নাহি তাের সতা কার সঙ্গে দ্বন্দ্ব করহি চক্ষু কৈলি রতা।- ব্যাখ্যা কর।

৯. সােনা রূপা নয় বাপা এ বেঙ্গা পিতল ঘসিয়া মাজিয়া বাপু করেছ উজ্জ্বল। – ব্যাখ্যা কর।

১০. আছিলাম একাকিনী বসিয়া কাননে/ আনিয়াছে তোর স্বামী বানিধ নিজগুণে- ব্যাখ্যা কর।

১১. মানসিংহ বাংলায় এসেছিল কেনাে?

১২. অতিবড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপূণ- ব্যাখ্যা কর।

১৩. দেবী কীভাবে নিজের পরিচয় দেয়?

১৪. দাসু- বাসুর পরিচয় দাও।

১৫. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- ব্যাখ্যা কর।

১৬. যাবনী মিশাল ভাষা বলতে কী বােঝ?

১৭. সাধী – মাধীর পরিচয় দাও।

১৮. সোনার সেঁউতি দেখি পাটুনীর ভয়/ এ ত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়- ব্যাখ্যা কর?

১৯. লায়লী মজনুর প্রথম পরিচয়ের বর্ণনা দাও।

২০. লায়লী মজনুর পূর্বরাগের বর্ণনা দাও।

২১. যাবৎ জীবন প্রেম না করিমু ভঙ্গ- ব্যাখ্যা কর।

২২. লায়লীর সংক্ষিপ্ত পরিচয় দাও।

২৩. মজনু কী কৌশলে লায়লীর সাথে দেখা করে।

২৪. কণ্ঠ শুকাইল মোর পয়োনিধি কূলে- ব্যাখ্যা কর।

২৫. তোর লাগি জন্মিছিল জগত মাঝার- কে, কার সম্পর্কে কেন উক্তিটি করেছে?

২৬. পদ্মাবতীর সংক্ষিপ্ত রূপ বর্ণনা কর।

২৭. রোম্যান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে?

২৮. তাম্বুল রাতুল হইল অধর পরশে-ব্যাখ্যা কর।

২৯. পন্ডিত হইয়া কেহ গর্ব না করিও? আপনারে সব হইতে হীন আকলিও। ব্যাখ্যা কর।

৩০. পড়শী হৈলে শত্রু হইলে গৃহে শুখ নাই/ নৃপতি হৈলে ক্রোধ দেশেতে নাই ঠাই। ব্যাখ্যা কর।

৩১. জল বিনু মীন যেন ছটফট করে- ব্যাখ্যা কর।

 

রচনামূলক প্রশ্ন:

১.‘মুকন্দরাম এ যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন’-ব্যাখ্যা কর।

২.“মুকুন্দরাম চক্রবর্তী’ বাঙালি সমাজ জীবনের চিত্র অঙ্কন করেছেন -বিশ্লেষণ কর।

৩.কালকেতু চরিত্র আলোচনা কর।

৪.মুকুন্দরাম চক্রবর্তীর মত বাস্তবধর্মী জীবনবাদী কবি আর জন্মগ্রহণ করেনি- ব্যাখ্যা কর।

৫.অপ্রধান চরিত্র সৃষ্টিতে মুকন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব বিচার কর।

৬.মুরারী শীলের চরিত্র বিশ্লেষণ কর।

৭.‘মানসিংহ ভবানন্দ’ উপাখ্যানে বিধৃত তৎকালীন সমাজ সংস্কৃতির পরিচয় দাও।

৮. মানসিংহ ভবানন্দ ’ উপাখ্যান অবলম্বনে ভারতচন্দ্রের ব্যঙ্গরস নৈপুণ্যের পরিচয় দাও।

৯.‘ভারতচন্দ্র ছিলেন নাগরিক কবি’ মানসিংহ ভবানন্দ উপাখ্যান অবলম্বনে ব্যাখ্যা কর।

১০.মানসিংহ ভবানন্দ ’ উপাখ্যান অবলম্বনে ভারতচন্দ্রের শিল্প সফলতার পরিচয় দাও।

১১. মানসিংহ ভবানন্দ ’ উপাখ্যানে ঐতিহাসিক চরিত্র আছে কিন্তু ইতিহাস নেই’- আলোচনা কর।

১২. মানসিংহ ভবানন্দ ’ উপাখ্যানে ভারতচন্দ্র রায গুণাকরের ভাষা ছন্দ ও অলঙ্কারের পরিচয় দও।

১৩.লায়লী মজনু কাব্যে প্রতিফলিত সমাজচিত্র ও সংস্কৃতি আলােচনা কর।

১৪.লায়লী মজনু কাব্যে নাট্যগুণ আলোচনা কর ।

১৫.রোম্যান্টিক প্রণয়োপাধ্যান হিসেবে লায়লী মজনু কাব্যের সার্থকতা বিচার কর।

১৬.লায়লী মজনুর প্রেম লৌকিক নয়, অধ্যাত্ম প্রেমের রূপক- আলোচনা কর।

১৭.পদ্মাবতী কাব্য অনুবাদমূলক কাব্য হলেও আলাওলের কবি প্রতিভা মৌলিক। ব্যাখ্যা কর।

১৮.পদ্মাবতী মূলত মানব প্রেমের কাব্য- আলোচনা কর।

১৯.পদ্মাবতী কাব্য অবলম্বনে সিংহলদ্বীপের বর্ণনা দাও।

২০.পদ্মাবতী কাব্যে শুক পাখির ভূমিকা আলোচনা কর।

 

ক বিভাগ 

 চন্ডীমঙ্গল কাব্যের আদিকবি কে?

কবিকঙ্কন কোন কবির উপাধি

কালকেতুর পিতার নাম কি

কালকেতুর নাম ধারন করে পৃথিবীতে কে জন্ম নেয়

ফুল্লুরা কিসের প্রতীক

কালকেতু কার সহযোগিতায় কারামুক্ত হয়

চৌতিশা কী

ভারত চন্দ্রের জীবনকাল কত

ভারত চন্দ্র কোন রাজার সভাকপি ছিলেন

ভারত চন্দ্র কার আদেশে অন্নদামমঙ্গল কাব্য রচণা করেন

স্বর্গে ভবানন্দের নাম কী ছিল

ঈশ্বরী পাটুনী কে

ঈশ্বরী পাটুনী দেবীর  কাছে কি বর চেয়েছিল

ঈশ্বরী পাটুনীকে দেবী কি বর দেয়

লায়লী মজনু কোন ধরনের কাব্য

আসক শব্দের অর্থ কী

মজনুর প্রকৃত নাম কী

লায়লী মজনু কাব্যে ঋতু পরিক্রমা কোন ভাষায় লেখা

কে মজনুর সাথে লায়লীর মিলন ঘটিয়ে দিতে চায়

রাজা নয়ফল নজদ বলে কেন গিয়েছিলেন

লায়লী কোন বনে মজনুর সাথে দেখা করতে গিয়েছিল

মৃত্যুর পূর্বে লায়লী তার মাকে কি অনুরোধ করেছিল

আলাওলের পৃষ্ঠপোষক কে

পদ্মাবতী কাব্যগ্রন্হটি কোনভাষা থেকে অনূদিত

পদ্মাবতী কাব্যের শেষ অধ্যায় কী

শুকপাখির নাম কি

রন্তসেনের প্রথম স্ত্রীর নাম কী

খ বিভাগ 

 

মুকুন্দরামকে দুঃখবাদী কবি বলা হয় কেন

ভাঁড়ুদও চরিএটি সংক্ষেপে আলোচনা কর

দেবী অন্নদা ঈশ্বরী পাটুনীর কাছে কীভাবে নিজের পরিচয় দেন

মানসিংহের বাংলায় আগমনের কারণ কী

দাসু বাসু কে?  সংক্ষেপে তাদের পরিচয় দাও

যাবনী মিশাল ভাষা কী? ব্যাখ্যা কর

রোমান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে

লাইলী-মজনুর পূর্বারাগের বর্ণনা দাও

লায়লীর রুপ বর্ণনা কর

লায়লী গৃহবন্দী হলে মজনু মজনু তার সঙ্গে দেখা করার জন্য কি কৌশল অবলম্বন করে

কূলের নন্দনী হৈয়া নাহি কুললাজ  কলঙ্ক রাখিলি তুই আরব সমাজ সপ্রসঙ্গ ব্যাখ্যা কর

সংক্ষেপে পদ্মাবতীর রুপের বর্ণনা কর

পরলী হৈল শএু গৃহে সুখ নাই নৃপতি হৈলে ক্রোধ দেশত নাই ঠাঁই কে কোন প্রসঙ্গে বলেছিল

পদ্মাবতী কাব্যে শুখপাখির ভূমিকা সংক্ষেপে লেখ

গ বিভাগ 

 

মুকুন্দরাম এ যুগে জন্মালে ঔপন্যাসিক আলোচনা কর

কালকেতু উপখ্যান অবলম্বনে মুরারী শীল চরিএটি বিশ্লেয়ণ কর

রাজসভা কবি ভারতচন্দ্রের অন্নদামমঙ্গল গীণ রাজকন্ঠের মণিমালার মতো যেমন তাহার উজ্জলতা তোমনি তাহার কারুকার্য এ উক্তিটির আলোকে ভারত চন্দ্রের শিল্পকুশলতার পরিচয় দাও

মানসিংহ ভবানন্দ উপখ্যান    এ ভারতচন্দ্র রায়গুণাকরের   ভাষা ছন্দ ও অলংকারের শৈল্পিক ব্যবহারে পরিচয় দাও?

মানসিংহ ভবানন্দ উপাখ্যানে বিধৃত সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও

লায়লী মজনু কাব্যে আরবীয় জীবনের আবরণে বাংলাদেশ ও,বাঙালি জীবনের ছবিই অঙ্কিত হয়েছে  আলোচনা কর

লায়লী মজনু কাব্যের নাট্যগুণ আলোচনা কর

রোমান্টিক প্রণয়োপাখ্যান হিসেবে লায়লী মজনু  কাব্যের সার্থকতা বিচার কর

পদ্মাবতী অনুবাদ কাব্যে হলেও আলাওলের প্রতিভা ছিল মৌলিক উক্তিটির যৌক্তিকতা দেখাও

পদ্মাবতী মূলত মানব প্রেমের কাব্য বিশ্লেষণ কর

পদ্মাবতী কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের বর্ণনা দাও

 

Honors 2nd Year Suggestion 2022 Topic: Poetry of the Middle Ages. Honors are very important for 2nd-year students. We have prepared a suggestion to help the national university students. We hope this suggestion will be of great help to the weak students. This suggestion has been specially written to meet the needs of NU Honours students of Bangladesh. It’s a complete suggestion. Following the suggestion exactly will result in a 90% to 100% reduction.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply