পরীক্ষা খবরপ্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবর

তাফসির শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস: ২৩১৮০৩ প্রিমিয়াম সাজেশন অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিতব্য ২০২৪ বিভাগঃ ইসলামিক স্টাডিজ

অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিতব্য ২০২৪
বিভাগঃ ইসলামিক স্টাডিজ
(তাফসির শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস: ২৩১৮০৩)
প্রিমিয়াম সাজেশন

ক বিভাগ
তাফসির অর্থ কী?
উত্তর: তাফসির অর্থ খোলা, উন্মুক্ত, স্পষ্ট, ব্যাখ্যা করা ইত্যাদি।

‘যমিরুল ফসল’ কী?
উত্তর: ‘যমিরুল ফসল’ শব্দের অর্থ হলো পৃথককারী বা আলাদাকারী সর্বনাম।

‘মুহকাম’ কী?
উত্তর: যা শুনামাত্রই শ্রবণকারী তার লক্ষ্য, উদ্দেশ্য ও বিধান বুঝতে পারে তাকে মুহকাম বলে।

ইজাজুল কুরআন’ শব্দের অর্থ কী?
উত্তর: ইজাজুল কুরআন অর্থ: কুরআনের অক্ষম করে দেয়া বিষয়সমূহ।

কুরআন মাজিদ কত বছর ধরে নাজিল হয়?
উত্তর: কুরআন মাজিদ ২৩ বছর ধরে নাজিল হয়।

কাকে তরজুমানুল কুরআন বলা হয়?
উত্তর: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)।

‘আসবাবুন নুযুল’ অর্থ কী?
উত্তর: ‘আসবাবুন নুযুল’ অর্থ হলো- অবতরণের কারণসমূহ।

“আকসামুল কুরআন” অর্থ কী?
উত্তর: “আকসামুল কুরআন” অর্থ হলো- কুরআনে শপথসমূহ।

কুরআন মাজিদ কোথায় সংরক্ষিত ছিল?
উত্তর: লাওহে মাহফুজে।

আল কুরআন অর্থ কী?
উত্তর: পাঠ করা, পড়া, একত্রিক করা ইত্যাদি।

“আকসামুল কুরআন” কত প্রকার?
উত্তর: তিন প্রকার।

উসুলুত তাফসির কী?
উত্তর: উসুলুত তাফসির অর্থ তাফসির শাস্ত্রের মূলনীতি অর্থাৎ রাসূল (সা.), সাহাবি ও তাফসিরকারকগণ কর্তৃক কুরআন ব্যাখ্যার সুনির্ধারিত নীতিমালাসমূহ।

মানসুখ’ অর্থ কী?
উত্তর: রহিতকৃত বা যা রহিত করা হয়েছে।

তাফসিরে কাশশাফ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আল্লামা জামাখশারী।

তাফসীরে ‘বায়যাভীর’ পুরো নাম কী?
উত্তর: আনওয়ারুত তানযীল ওয়াআনবরুত তাবীল।

আয়াত শব্দের অর্থ কী?
উত্তর: চিহ্ন, নিদর্শন ইত্যাদি।

আমছালুল )امثال القرآن( শব্দের অর্থ কী?
উত্তর: আমছালুল শব্দের অর্থ: কুরআনে (উপস্থাপিত) উপমাসমূহ।

القرآن অর্থ কী?
উত্তর: القرآن অর্থ হলো- অধিক পঠিত।

কুরআন মাজিদ কত বছর ধরে নাজিল হয়?
উত্তর: কুরআন মাজিদ২৩ বছর ধরে নাজিল হয়।

التعريف অর্থ কী?
উত্তর : التعريف অর্থ হলো- পরিচয়।

‘আসবাবুন নুযুল’ অর্থ কী?
উত্তর: অবতীর্ণ হওয়ার কারণসমূহ।

المقيد অর্থ কী?
উত্তর: المقيد শব্দের অর্থ ‘বাধ্যবাধকতা আরোপকারী, শর্তারোপকারী ইত্যাদি।

কুরআন মাজিদ কোথায় সংরক্ষিত ছিল?
উত্তর: লাওহে মাহফুজে।

সূরা শব্দের অর্থ কী?
উত্তর: সূরা শব্দের অর্থ খণ্ড, ভাগ বা অধ্যায়।

কাকে ‘জামিউল কুরআন’ বলা হয়?
উত্তর: হযরত উসমান (রা.) কে।

‘আকসামুল কুরআন’ কত প্রকার?
উত্তর: ‘আকসামুল কুরআন’ ৩ প্রকার।

‘মানসুখ’ অর্থ কী?
উত্তর: রহিত, বাতিলকৃত ইত্যাদি।

হযরত জালাল উদ্দিন সুয়ুতি (রহ.) এর একটি গ্রন্থের নাম লিখ।
ا الاتقان في علوم القرآن :

তাফসিরে কাশশাফ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আল্লামা জামাখশারী (রহ.)।

আল-ইতকান গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আল-ইতকান গ্রন্থের রচয়িতা আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (রহ.)।

জারুলাহ কার উপাধি ছিল?
উত্তর: জারুলাহ আল্লামা জামাখশারীর উপাধি ছিল।.

‘যমিরুশশান’ ضمنر الشان কী?
উত্তর: যে ضمیر তথা সর্বনাম বাক্যের দাবি বা প্রয়োজন
ছাড়াই বাক্যের মাঝে ব্যবহার হয়। ঐ সض যদি শান ও মানের
প্রতি ইঙ্গিত করে তাহলে তাকে ضمير الشان বলে।

নুযুলুল কুরআন বলতে কী বুঝ?
উত্তর: নুযুলুল কুরআন হলো কোনো মাধ্যম দ্বারা কুরআন জানানো বা অবগত করানো।

তা’বীল কী?
উত্তর: তা’বীল হলো আল কুরআনের সম্ভাব্য অর্থকে প্রাধান্য দিয়ে অপ্রাধান্য বা অপ্রকাশ্য অর্থের দিকে নিয়ে যাওয়া।

খ-বিভাগ:

উসূলুত তাফসির اصول التتفسير বলতে কী বুঝ? ৯০%

اسباب النزول )আসবাবুন নুযুল) কাকে বলে? ৯৯%

খণ্ড খণ্ডভাবে কুরআন নাজিলের কারণ কী? ১০০%

তাফসিরে জালালাইন সম্পর্কে কী জান? লিখ।৯০%

খাস خاص কী? উদাহরণসহ লেখ। ৯৯%

ই’জাযুল কুরআন اِعْجَازُ الْقُرْآنِ কাকে বলে? ৯০%

তাফসিরে বায়যাভী সম্পর্কে কী জান লিখ। ৯০%

তাফসিরে বারযাভীর চারটি বৈশিষ্ট্য লেখ। ৯৯%

আকসামুল কুরআন أَقْسَامُ الْقُرْآنِ এর প্রকারগুলো কী কী? ৯১%

মাক্কী সুরার পাঁচটি বৈশিষ্ট্য লিখ।

পবিত্র কুরআন খণ্ডভাবে নাযিলের কারণ কী? ৯৯%

মুতলাক مطلق কি?আলোচনা কর। ৯৯%

গ-বিভাগ:

কুরআন মাজীদে নাজিলের পদ্ধতি সম্পর্কে আলোচনা কর। ১০০%

‘মুতাশাবিহ’ এর সংজ্ঞা দাও। উদাহরণসহ এর প্রকারভেদ বর্ণনা কর। ৯৯%

মুফাসসিরগণের স্তর কয়টি ও কী কী? বিস্তারিত আলোচনা কর। ৯০%

তাফসির শাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর। ৯৯%

তাফসিরে বায়যাভী ও তাফসিরে কাশশাফ-এর মধ্যে তুলনা কর। ১০০%

ইবনে জারীর আত-তাবারী (রহ) এর সংক্ষিপ্ত জীবনী লেখ এবং তাফসির শাস্ত্রে তাঁর অবদান মূল্যায়ন কর। ১০০%

আলামা যামাখশারী (রহ) এর সংক্ষিপ্ত জীবনী লেখ এবং তাফসির শাস্ত্রে তাঁর অবদান বর্ণনা কর। ৯৯%

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) এর সংক্ষিপ্ত জীবনী লেখ এবং তাফসির শাস্ত্রে তাঁর অবদান বর্ণনা কর। ১০০%

আকসামুল কুরআন سّامُ الْقُرْآنِ বলতে কী বুঝায়? এর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা কর। ৯৯%

পবিত্র কুরআনের অর্থ নিরূপণে আসবাবে নুযুল اَسْبَابِ نُزُول এর গুরুত্ব যথাযথ উদাহরণসহ লেখ। ৯০%

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

এইচএসসি পরীক্ষাও৷ করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় পিছিয়ে দেওয়া হলো চলতি বছরের এইচএসসি উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা। আগামী ১ এপ্রিল এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। HSC Higher Secondary and Equivalent Testing is Postponed for coronavirus infection.

রোববার ২২ মার্চ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান, পরীক্ষা আপাতত স্থগিত করা হলেও আগামী এপ্রিল মাসের প্রথম দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার পরবর্তী তারিখ জানানো হবে। ২০২০ সালের উচ্চমাধ্যমিক ও সমমান এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি দেখতে এই লিংকে চোখ রাখুন

এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার ব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু.জিয়াউল হক বলেন, বর্তমান পরিস্থিতিতে ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করাটা সম্ভব নয় বলে পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরীক্ষা স্থগিত রাখা হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরবর্তী ১৫ দিন পর পরীক্ষা আয়োজন করা হবে। এ বিষয়ে সভা করে এপ্রিল মাসের প্রথম দিকে পরবর্তী পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হতে পারে।

আরো পড়ুন- করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ঢাকা শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, করোনাভাইরাসের জন্য এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল শুরু না করে এটি ঈদুল ফিতরের পর আয়োজন করার প্রস্তাব দেয়া হতে পারে। এরপর সুবিধামতো সময়ে এ পরীক্ষা আয়োজন করা যেতে পারে। তবে শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে, সেটি মাথায় রেখে এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে।

এর আগে গত ২১ মার্চ আন্তঃজেলা শিক্ষাবোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। এদিন ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ  করেছে দেশের সব শিক্ষাবোর্ড

উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা গেলেও বাস্তবে পাবলিক পরীক্ষা নেওয়ার মতো অবস্থা এখন নেই এ অভিমত শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষা মন্ত্রণালয়কে জানান। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। প্রতিটি পাবলিক পরীক্ষার এক সপ্তাহ আগে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনে বলেছিলেন, আমরা এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। কাছাকাছি সময় গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তখন সিদ্ধান্ত নেয়া হবে। তবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের নিরাপদ দূরত্বে রাখতে এক বেঞ্চ পরপর সিট প্লান করা হবে।

আরো পড়ুন- কোচিং সেন্টার বন্ধ থাকবে, শিক্ষার্থীদের ঘরে থাকতে হবে

জানা গেছে, পরীক্ষার প্রশ্নপত্র ছাপিয়ে তা কেন্দ্রে পৌঁছানো ও কেন্দ্র প্রস্তুতসহ সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করা পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে কয়েক লাখ কর্মকর্তা ও শিক্ষক জড়িত। তার সঙ্গে সারাদেশে ১১ লাখের বেশি পরীক্ষার্থী এ পরীক্ষায় বসার কথা রয়েছে। পরীক্ষা আয়োজন নিয়ে কর্মকর্তা-শিক্ষকদের সভা করতে সমাবেত হতে হয়। এতে করে একে অন্যের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বন্ধ করা হয়েছে কোচিং সেন্টারগুলোও।

উল্লেখ্য, ১ এপ্রিল থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা ছিল। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজনের সময়জুড়ে দেয়া হয়। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত আয়োজন করতে বলা হয়েছিল। সারাদেশের প্রায় ১২ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজারেরও বেশি মানুষ। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৬ হাজার মানুষ। বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন।

আরো পড়ুন- করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে

করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চারটি দেশ ও অঞ্চল ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ করে দেয়া হয়েছে। মুলতবি করা হয়েছে জামিন ও গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়া নিম্ন আদালতের বিচারিক কাজ। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group