বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

গুগল ম্যাপ থেকে টাকা ইনকাম করার নিয়ম জেনে নিন

গুগল ম্যাপ থেকে টাকা ইনকাম করার নিয়ম জেনে নিন। সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম জনপ্রিয় অ্যাপ গুগল ম্যাপ। যা জীবনকে করেছে সহজ থেকে সহজতর। বিশ্বের যে প্রান্তেই যান না কেন গুগল ম্যাপের কল্যাণে রাস্তা চিনতে অসুবিধা হবে না। সঙ্গে একটি স্মার্টফোন থাকলেই হলো। সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপের সাহায্যে এখন যে কোনো স্থানে সহজেই যাতায়াত করতে পারবেন। তবে শুধু ঠিকানা খোঁজার জন্য নয় এবার গুগল ম্যাপে আয়ও করতে পারবেন।

 

এজন্য প্রথমে আপনাকে গুগলে তালিকাভুক্ত ব্যবসাগুলো খুঁজে বের করতে হবে। যেগুলো এখনো যাচাই করা হয়নি। এরপর আপনাকে এই ব্যবসার মালিকদের একটি ই-মেইল পাঠাতে হবে। যেন তারা যাচাইকরণ সম্পন্ন করে তালিকাভুক্ত হতে পারে। কারণ গুগলের নীতি অনুসারে, যদি কোনো ব্যবসা যাচাই করা না হয়, তবে কয়েকদিনের মধ্যে এটি তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে।

 

সেক্ষেত্রে কোনো ব্যবসায়ী বা মালিকপক্ষকে যাচাইকরণে সহায়তা করলে বিনিময়ে আপনাকে কিছু পরিমাণ টাকা দেবে তারা। এই পদ্ধতিটি গুগল ম্যাপ থেকে আয় করার খুবই সহজ ও কার্যকর উপায়। অনেকেই এই পদ্ধতিতে ২০ থেকে ৫০ ডলার পর্যন্ত আয় করছেন বলে জানা যায়।

 

এছাড়া গুগল ম্যাপে কন্ট্রিবিউশন করতে পারেন। কন্ট্রিবিউশন করে নির্দিষ্ট লেভেল পার করলেই বিভিন্ন গুডিস পাঠায় সংস্থাটি। তবে সেক্ষেত্রে কোনো টাকা পাবেন না গ্রাহক। তবে কন্ট্রিবিউটারদের একটি করে স্টার মার্ক দেওয়া হয়। নতুন কোনো জায়গা সংযোজন, নতুন ছবি সংযুক্তিকরণ, রিভিউ, প্রশ্ন-উত্তরসহ বিভিন্ন কন্ট্রিবিউশনের জন্য পয়েন্ট দিতে থাকবে গুগল। এভাবে নির্দিষ্ট গণ্ডি পার করলেই স্টার যুক্ত হয় কন্ট্রিবিউটারদের প্রোফাইলে।

 

Learn the rules for making money from Google Maps. Google Maps is one of the most popular apps of search engine Google. It’s what makes life easier and easier. No matter which part of the world you go to, it will not be difficult to recognize the road for the benefit of Google Maps. If you have a smartphone with you. With the help of search engine Google’s map, you can now easily travel anywhere. However, not only to find the address, but now you can also earn on Google Maps.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply