২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের বিএড,বিপিএড,বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এমপিএড কোর্সে ২য় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজেসমূহে ২০২১ শিক্ষাবর্ষে বিএড,বিপিএড,বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ১৪ জানুয়ারি বিকাল টায় শুরু হয়ে ১৯ জানুয়ারি ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক www.nu.ac.bd/admissions ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত)টাকা সংশ্লিষ্ট কলেজে ২০ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
মাস্টার্স (প্রফেশনাল) কোর্সসমূহঃ
★ ব্যাচেলর অব এডুকেশন (বিএড)
★ ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড)
★ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড)
★ ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড)
★ মাস্টার অব এডুকেশন (এমএড)
★ মাস্টার অব স্পেশাল এডুকেশন (এমএসএড)
★ মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) National University Masters Professional Course Admission 2021.