শিক্ষা খবরশিক্ষা নিউজ

বান্দরবান জেলার কাম কম্পিউটার অপারেটর রেজাল্ট 2022 – Bandarban DC Office Computer Result

বান্দরবান জেলার কাম কম্পিউটার অপারেটর রেজাল্ট 2022 – Bandarban DC Office Computer Result এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বান্দরবান পার্বত্য জেলার ইউনিয়ন পরিষদসমূহে ৩১টি শূন্য পদের বিপরীতে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের লক্ষ্যে অদ্য ১৮ নভেম্বর, ২০২২ খ্রি. অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারীগণ উত্তীর্ণ হয়েছেন। মেধার ক্রমানুসারে নয়।

বান্দরবান জেলার কাম কম্পিউটার অপারেটর রেজাল্ট 2022 – Bandarban DC Office Computer Result

বান্দরবান জেলার কাম কম্পিউটার অপারেটর রেজাল্ট 2022 - Bandarban DC Office Computer Result

করোনার কারণে দেড় বছর পর ১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলতে যাচ্ছে। তবে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও প্রাথমিক স্তরের নার্সারি, কেজি ও প্রাক-প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস হবে না। আপাতত এসব স্তরের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

আরো পড়ুন- ১৮ মাসের দীর্ঘ ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষার্থীরা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রোববার (৫ সেপ্টেম্বর) রাতে তিনি বলেন, ছোট শিশুদের ঝুঁকি এড়াতে প্রাক-প্রাথমিকের ক্লাস আপাতত বন্ধ রাখা হবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিশুদের ক্লাস শুরু করা হবে। পর্যায়ক্রমে প্রাক-প্রাথমিকের ক্লাসও নেওয়া হবে।

এর আগে রোববার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে জানান, করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে ১২ সেপ্টেম্বর থেকে সব পর্যায়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের পাঠদান শুরু হবে। তবে শুরুতে কেবল এ বছরের এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে একদিন করে হবে। পরিস্থিতি বিবেচনায় পরে তা পর্যায়ক্রমে বাড়ানো হবে।

দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পুনঃচালুকরণের লক্ষ্যে বেশকিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। কারিগরি পরামর্শক কমিটির গাইডলাইন অনুযায়ী এসব পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, যা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।

জানা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে চেকলিস্টের মাধ্যমে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিবীক্ষণ ও রিপোর্ট পাঠাতে হবে। শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার, হাত ধোয়ার ব্যবস্থা রাখা, তাপমাত্রা যাচাই, কারও করোনার উপসর্গ দেখা গেলে শিক্ষাপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পিসিআর ল্যাবে পরীক্ষার ব্যবস্থা করা, করোনার লক্ষণ থাকলে শিক্ষার্থীদের অনুপস্থিত হিসেবে বিবেচনা না করা, আসন বিন্যাসে স্বাস্থ্যবিধি অনুসরণ করা, সমাবেশ না করা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও আবাসিক হোস্টেলের জন্য বিশেষ নির্দেশনা জারি করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা পাঠানো হবে বলেও জানা গেছে।

আরো পড়ুন- এসএসসি, এইচএসসি ও পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিন, বাকিদের সপ্তাহে একদিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি প্রাক–প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু আছে। এর পাশাপাশি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনগুলোতে প্লে গ্রুপ, নার্সারি ও কেজি নামে আলাদা প্রাক্–প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। এরপর আর ছুটি বাড়ছে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply